ভারত সফরে এখন ফুটবল দুনিয়ার তারকা ডেভিড বেকহ্যাম। তাঁকে কেন্দ্র করেই এখন জমজমাট বলিউড। মুম্বইতে ভারতের সেমিফাইনাল ম্যাচ দেখতে এসেছিলেন তিনি। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ের মাঠে দেখা মিলেছিল তাঁর। বারবার ফ্রেমবন্দি হয়েছিলেন তিনি ম্যাচের মাঝে। বিরাট কোহলির সেঞ্চুরি থেকে শুরু করে একের পর এক ভারতীয় টিমের রেকর্ড, সবটাই উপভোগ করলেন তিনি। তবে কোথাও গিয়ে যেন বলিউড অর্থাৎ মুম্বই নগর মোটেও ক্রিকেট দুনিয়ার স্টারকে হাত ছাড়া করতে চাইলেন না। আর ঠিক সেই কারণেই বুধবার রাতেই আনন্দ আহুজা ও সোনাম কাপুর একযোগে একটি পার্টি দিলেন। যেখানে উপস্থিত থাকতে জদেখা গেল কাপুর পরিবারের অনেককেই। ছিলেন শাহিদ কাপুর, ছিলেন অর্জুন কাপুর ও মালাইকাও।
তবে এখানেই সেলিব্রেশন শেষ নয়। পরের দিনই তাঁকে স্বাগত জানালেন বলিউড বাদশা। পেলেন মন্নত থেকে দাওয়াতের ডাক। আর তাই বৃহস্পতিবার রাতে তিনি পৌঁছে গেলেন গৌরী খান ও শাহরুখ খানের নিমন্ত্রণ রক্ষা করতে। মন্নতে তাঁর যাওয়ার সেই ভিডিয়ো পাপারাৎজিদের ক্যামেরাতে ফ্রেমবন্দি হতে দেখা যায়। শাহরুখ খানের বাড়িতে এদিন অনেকটা সময়ই ছিলেন তিনি।
সেখানেই আরিয়ানের সঙ্গে পোজ় দিয়ে তুললেন ছবি। শাহরুখ খানের বাড়ির অন্দরমহলে যে রান্নার বহার বরাবরই ভীষণ জনপ্রিয়, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। গৌরী খান বিশেষ রেসিপিতে মিষ্টি রান্না করিয়ে থাকেন। এবারও যে ডেভিড বেকহ্যামের পাতে করকমারি ভারতীয় পদ জায়গা করে নেয়, তা অনুমান করে নেওয়াই যায়। তবে কদিন তিনি এখানে থাকছেন, তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে তিনি ফাইন্যাল ম্যাচ দেখেই ভারত ছাড়বেন। এখন সকলের লক্ষ্যে বিশ্বকাপ ফাইনাল। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে শেষ হাসি কে হাসি তাই দেখার।