Adnan Sami: ‘আমরা তো প্রথমে ভারতীয়’, RRR সাফল্যে উচ্ছ্বসিত অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে ধিক্কার আদনানের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 11, 2023 | 6:28 PM

RRR: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির এক টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক যার আঁচ এসে পড়েছে বলিউডে।

Adnan Sami: আমরা তো প্রথমে ভারতীয়, RRR সাফল্যে উচ্ছ্বসিত অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে ধিক্কার আদনানের
অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে ধিক্কার আদনানের

Follow Us

 

তেলুগু ছবি ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ গোল্ডেন গ্লোবের মঞ্চে জিতেছে সেরার সেরা পুরস্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে শাহরুখ খান–বিশ্বদরবারে ভারতের মুখ উজ্জ্বল করার জন্য শুভেচ্ছা জানিয়েছে গোটা টিমকে। তবে এরই মধ্যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির এক টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক যার আঁচ এসে পড়েছে বলিউডে। ‘আরআরআর’কে শুভেচ্ছা জানাতে গিয়ে জগন মোহন রেড্ডি লেখেন, “তেলুগু পতাকা উড়ছে। অন্ধপ্রদেশের সকলের তরফে রাজামৌলী, রামচরণসহ সকলকে শুভেচ্ছা। আমরা তোমাদের জন্য ভীষণ গর্বিত।” এই টুইটেরই প্রতিবাদ জানিয়েছেন গায়ক আদনান সামী। কেন শুধু নির্দিষ্ট রাজ্যবাসীর তরফে জানান হয়েছে শুভেচ্ছা, প্রশ্ন আদনানের? তিনি লেখেন, “তেলুগু পতাকা? ভারতের পতাকা বোঝাতে চেয়েছেন কি? আমরা আগে ভারতীয়। তাই দয়া করে দেশের থেকে নিজেকে বিচ্ছিন্ন করা বন্ধ করুন। বিশেষ করে বিশ্বের কাছে। কারণ তাঁদের কাছে আমরা এক দেশ।” এখানেই থামেননি আদনান। তিনি আরও লেখেন, “এই যে বিচ্ছিন্নতাবাদী মনোভাব তা খুবই অসুস্থ সে প্রমাণ তো মিলেছে ১৯৪৭-এই।

আদনান ও রেড্ডির এই টুইট বর্ষণে কার্যত দ্বিধাবিভক্ত টুইটারেত্তিরা। কারও মতে, আদনান যা বলেছেন তা একেবারেই সঠিক। এক টুইটারেত্তি লিখেছেন, “ছবিটি ভারতের মুখ উজ্জ্বল করেছে, সেখানে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের কথা কেন বলা হয়েছে?” যদিও এসেছে পাল্টা মন্তব্যও। টুইটার ইউজারদের একটা বড় অংশ আবার রেড্ডির পাশে। তাঁদের মত, এর আগে সব সময় দক্ষিণী ছবিকে কম গুরুত্বই দিয়ে এসেছে বলিউড। এখন পর পর দক্ষিণী ছবি হিট হওয়াতেই কি ‘এক দেশ, এক ইন্ডাস্ট্রি’ নীতি হয়ে গেল?

বিতর্কের মধ্যেই ছবির সাফল্য নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “এটা অত্যন্ত বিশেষ একটি সাফল্য়! সমস্ত ভারতীয়দের গর্বিত করেছে এই পুরস্কার”। বুধবার সকালেই জানা যায়, ‘গোল্ডেন গ্লোব’-র মঞ্চে সেরা গান হিসাবে নির্বাচিত হয়েছে ‘আরআরআর’ সিনেমার এই জনপ্রিয় গান। ‘সেরা অরিজিনাল সং’ বিভাগে মনোনীত ছিল এই গানটি। প্রতিযোগিতায় ছিল মার্কিন পপ গায়িকা টেলর সুইফ্টের ‘ক্যারোলিনা’, লেডি গাগার কণ্ঠে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’ এবং রিহানার কণ্ঠে ‘ব্ল্যাক পান্থার, ওয়াকান্ডা ফরএভার’ ছবির গান ‘লিফট মি আপ’-এর মতো জনপ্রিয় গান। জনপ্রিয় গায়ক-গায়িকাদের হার মানিয়েই এমএম কিরাভানি, কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের কণ্ঠে এই গান সেরা অরিজিনাল সং’ হিসাবে নির্বাচিত হয়।

Next Article