Singer KK Death: ‘শিল্পীদের প্রতি কোনওরকম ক্ষতিকারক কথাবার্তা আমি সমর্থন করি না’, রূপঙ্করের ভাইরাল ভিডিয়ো দেখে বললেন সোমলতা আচার্য

Somlata Acharya Chowdhury-Rupankar Bagchi: শ্রোতাদের রোষের মুখে বাঙালি গায়ক রূপঙ্কর বাগচী। ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে কেকে-কে কটাক্ষ করেছেন সরাসরি। নাম করেছেন সোমলতা, ইমনদেরও...

Singer KK Death: 'শিল্পীদের প্রতি কোনওরকম ক্ষতিকারক কথাবার্তা আমি সমর্থন করি না', রূপঙ্করের ভাইরাল ভিডিয়ো দেখে বললেন সোমলতা আচার্য
সোমলতা আচার্য ও রূপঙ্কর বাগচী।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2022 | 11:35 PM

সোমলতা আচার্য

আমার অত্যন্ত প্রিয় একজন মানুষের নাম কেকে। ছোট থেকেই তিনি আমার ফেভারিট ছিলেন। ছোটবেলায় কেউ যদি আমাকে জিজ্ঞেস করতেন কোন পুরুষ শিল্পীকে আমার পছন্দ? উত্তরে আমি বলতাম একজন হরিহরণ ও অন্যজন কেকে। তা হলে বুঝতেই পারছেন, গতকাল থেকে আমার উপর দিয়ে ঠিক কী গিয়েছে। আমি এখনও গোটা ব্যাপারটা ঠিক হজম করতে পারছি না। আমার সঙ্গে কেকের কোনওদিনও আলাপও হয়নি। কিন্তু বরাবরই মনে হয়েছে তিনি খুব কাছের, খুব ভাল একজন মানুষ। যেটাকে চিরকালই আমি শিল্পী সত্ত্বার ক্ষেত্রে সব কিছুর আগে রেখেছি। সেই দিক থেকে দেখতে গেলে চিরকালই আমি কেকে-কে সকলের উপরে রাখতে চাইব।

শিল্পীদের প্রতি কোনও ধরনের ক্ষতিকারক কথাবার্তা আমি অতীতেও সমর্থন করিনি, এখনও করছি না। সেটা শিল্পী শিল্পীর মধ্যে হোক, মানুষে মানুষের মধ্যে হোক। আমার মনে হয় প্যানডেমিকের পরে এত মানুষকে ও শিল্পীকে আমরা হঠাৎ করে হারাচ্ছি, যে  আমাদের প্রত্যেকেরই মানবিক হওয়া প্রয়োজন। মানুষ হওয়া প্রয়োজন। অনেক বেশি কাইন্ড (পড়ুন দয়ালু), সহানুভূতিশীল, ইতিবাচক হওয়া প্রয়োজন। আমাদের জীবনে প্রচুর খারাপ জিনিস এসে চলেছে। সকলের জীবনেই কিছু না-কিছু খারাপ ঘটে চলেছে। ফলে ইতিবাচক থাকা খুবই দরকার আমাদের।

আমরা কথা কিন্তু কেবল শিল্পীদের জন্য নয়। মানুষে মানুষে কোনওরকম ক্ষতিকারক মন্তব্য করাকে বা মতামত পোষণ করাকে আমি কোনওদিনও সমর্থন করিনি। কোনওদিনও সমর্থন করবও না। সেই চেষ্টাই আমি আপ্রাণভাবে করে থাকি। এবং ভবিষ্যতেও করব।