Sonali Phogat: ‘খাবারে বিষ ছিল’, বিজেপি নেত্রী সোনালীর মৃত্যু নিয়ে বিস্ফোরক বোন

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 23, 2022 | 8:57 PM

Sonali Phogat: প্রসঙ্গত, সোনালীর দেহ আপাতত গোয়া মেডিক্যাল কলেজে রাখা হয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার তাঁর ময়নাতদন্ত করা হবে। বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সোনালী।

Sonali Phogat: খাবারে বিষ ছিল, বিজেপি নেত্রী সোনালীর মৃত্যু নিয়ে বিস্ফোরক বোন
সোনালীর মৃত্যু নিয়ে বিস্ফোরক বোন

Follow Us

প্রয়াত হয়েছেন অভিনেত্রী ও বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সহ সভাপতি সোনালী ফোগাট। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর, পুলিশ সূত্রে জানা গিয়েছে এমনটাই। তবে এবার দিদির মৃত্যু নিয়ে বিস্ফোরক সোনালীর বোন। তাঁর দাবি, দিদির মৃত্যু মোটেও স্বাভাবিক নয়। তাঁর অভিযোগ খাবারে বিষক্রিয়ার ফলেই মৃত্যু হয়েছে সোনালীর।

এক স্থানীয় সংবাদমাধ্যকে তাঁর বোনের অভিযোগ, ২৭ অগস্ট ফিরে আসার কথা ছিল সোনালীর। তিনি আরও জানান, ২২ অগস্ট অর্থাৎ গতকাল মায়ের সঙ্গে সোনালীর দীর্ঘক্ষণ কথা হয়। বোনের বয়ান অনুযায়ী, সোনালী নাকি জানিয়েছিলেন, খাবার খাওয়ার পরেই অসুস্থ বোধ করছেন তিনি। বোনের আরও বিস্ফোরক অভিযোগ, দিদি নাকি ফোনে এও জানান, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। সোনালী নাকি অনুমান করছেন খাবারে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। বোনের বক্তব্য, “দিদি বলেছিল, আমার বিরুদ্ধে কিছু একটা চলেছে”। একদিকে সোনালীর বোন যখন এ হেন বিস্ফোরক অভিযোগ এনেছেন তখন গোয়ার ডিজিপি ষড়যন্ত্র তন্ত্র খারিজ করে দিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সোনালীর, এমনটাই জানাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, সোনালীর দেহ আপাতত গোয়া মেডিক্যাল কলেজে রাখা হয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার তাঁর ময়নাতদন্ত করা হবে। বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সোনালী। অংশ নিয়েছিলেন বিগবসেও। তাঁর ১৫ বছরের একটি মেয়েও রয়েছে। ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে তৎকালীন কংগ্রেস নেতা কুলদীপ বিষ্ণোইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি। যদিও সেই নির্বাচনে হেরে যান সোনালী। তবু বিজেপিতে তিনি ছিলেন বেশ সমাদৃত। তাঁর এই অকাল মৃত্যু কি স্বাভাবিক নাকি ভেতরে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য– জানা যাবে ময়নাতদন্তের পর।

Next Article