Soumya Rit: প্যানডেমিকে ছ’টা ছবি করলাম, সেটা ঈশ্বরের আশীর্বাদ: ঋত

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 07, 2021 | 2:03 PM

Soumya Rit: গানের পরিবেশেই বড় হয়ে উঠেছেন ঋত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভোকাল মিউজিকে স্নাতকোত্তর পাশ করেন।

Soumya Rit: প্যানডেমিকে ছ’টা ছবি করলাম, সেটা ঈশ্বরের আশীর্বাদ: ঋত
সৌম্য ঋত।

Follow Us

প্রথম প্রেম তবলা। দ্বিতীয় প্রেম গিটার। আর মিউজিক তাঁর আজীবনের প্রেম। এ হেন সৌম্য ঋত এই মুহূর্তে টলিউডের বেশ কিছু ছবির গানঘরের দায়িত্ব সামলাচ্ছেন। আজ তিনি বার্থডে বয়। কেমন ভাবে কাটছে তাঁর জন্মদিন?

এ প্রসঙ্গে TV9 বাংলাকে বললেন, “এই বছরের জন্মদিনটা অন্য ভাবে কাটছে। ছুটির মধ্যে কাটছে। গত সপ্তাহ থেকে কাজ বন্ধ করেছি। অরুণ রায়ের ছবি ‘আট বারো’। শিলাদিত্য মৌলিকের ছবি ‘রেডিও’, ‘চিনেবাদাম’, ‘বেবি ফুড’, অর্জুন দত্তর ‘বিরিয়ানি’- গত তিন মাসে পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশন, প্রচুর গান নিয়ে আমি ব্যস্ত ছিলাম। ‘বিনয় বাদল দীনেশ’ রূপম ইসলাম গাইলেন। ‘শোন শোন’ আমার লেখা, আমার সুর করা, সোমলতা আচার্য গেয়েছেন। এটা এখন ট্রেন্ডিং। সব রেসপন্স নিয়ে আমি খুশি। প্যানডেমিকে ছটা ছবি করলাম। সেটা ঈশ্বরের আশীর্বাদ তো বটেই। আপাতত পুজো পুজো আমেজ। মহালয়ার পরেই যেহেতু জন্মদিন তাই মহালয়া থেকেই ছুটির আমেজ। সাবেকি ভাবে বাড়ির লোকের সঙ্গে কাটছে। পুজোতেও পাড়াতেই থাকব।”

গানের পরিবেশেই বড় হয়ে উঠেছেন ঋত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভোকাল মিউজিকে স্নাতকোত্তর পাশ করেন। স্কুলে পড়াকালীনই ইন্ডিপেনডেন্ট বাংলা রক মিউজিকে কেরিয়ার শুরু করেন। নিজস্ব ব্যান্ড ছিল ‘প্রস্তুতি’। ২০১১-এ অ্যালবামও বের করেন তিনি। ২০১৩ নাগাদ স্নাতকোত্তর পড়াশোনার জন্য আর ব্যান্ডের কাজ এগোয়নি। ২০১৬-এ শর্ট ফিল্ম ‘দ্য সিক্সথ এলিমেন্ট’-এ কাজ করেন ঋত। কান চলচ্চিত্র উৎসবে যার স্ক্রিনিং হয়। সিনেমেলা ২০১৬-এ সেরা মিউজিক ডিরেক্টরের পুরস্কারও পান তিনি।

এরপর অর্জুন দত্ত পরিচালিত ‘অব্যক্ত’ ছবির মাধ্যমে ফিল্ম মিউজিকে ডেবিউ করেন তিনি। জয়তী চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, দুর্নিবার সাহা, সোমলতা আচার্য চৌধুরি, রূপম ইসলাম, মেখলা দাশগুপ্ত, ডঃ রাগেশ্রী দাসের মতো শিল্পীরা ঋতের সুরে গান গেয়েছেন। সব মিলিয়ে প্রচুর সম্ভবনাময় এই শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরা।

আরও পড়ুন, Shakti Kapoor: বলিউডের নেগেটিভ দিক নিয়ে সব সময় আলোচনা হয়: শক্তি কাপুর

Next Article