খোলা চিঠি শ্রীজাতর। লেখক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, গত এক সপ্তাহ ধরে বেজায় সমস্যায় রয়েছেন। না, সমস্যা কেবল এক সপ্তাহের নয়, বরং বছরে অন্তত পক্ষে তিনবার তিনি এমন সমস্যার মুখে পড়েন। নেপথ্যের কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেখানে ওপেন থিয়েটারের জলসায় রীতিমত নাজেহাল তিনি। শব্দের জন্য বাড়িতে কান পাততে পারছেন না। এবার তিনি বাধ্য হয়ে কলম ধরলেন। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে তিনি লিখলেন, কী-কীভাবে তিনি বা তাঁর পরিবার সমস্যার মুখে পড়ছেন এই অনুষ্ঠানের জন্য। শ্রীজাতর পোস্টে যেমন তাঁর লেখালেখির সমস্যার কথা উঠে এল, তেমনই জায়গা করে নিল বাড়িতে থাকা প্রবীণ ব্যক্তিদের সমস্যার কথা। দীর্ঘ পোস্টে তিনি সাফ লিখলেন, এভাবে চলতে থাকলে তাঁকে অন্য ব্যবস্থা নিতে হবে।
যদিও বর্তমানে সেই পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়। তবে কী লেখা ছিল সেই পোস্টে?
‘মাঝরাত পার হয়ে গেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উৎসবের শব্দে বাড়িতে কান পাতা যাচ্ছে না। টানা এক সপ্তাহ, সকাল ১১টা থেকে রাত ১২টা এই অসহ শব্দতাণ্ডব চলছে, তাদের ওপেন এয়ার থিয়েটারে। বছরে বেশ কয়েকবার হয় এমন। শব্দের সীমাহীন প্রক্ষেপণে জানলা দরজা কাঁপছে, কান-মাথা ব্যথা করছে। আমার লেখালেখি সাতদিন হল শিকেয়, দূর্বা কাজ থেকে ফিরে বিশ্রাম নেবার বদলে কষ্ট পাচ্ছে। আমাদের কাজকর্মের কথা ছেড়ে দিলাম, বাড়িতে বয়স্ক, অসুস্থ মা আছেন। নিজের ঘরে শান্তিতে থাকতে পারছেন না। জানি না এর কোনও প্রতিকার আছে কিনা, তবু আমি, আমরা প্রতিবাদ জানালাম। ভবিষ্যতে অন্য কোনও পদক্ষেপ নিতে বাধ্য হব। উৎসব যদি অন্যের অশান্তির কারণ হয় এবং লাগাতার হয়েই চলে, তবে তা স্রেফ অসভ্যতা ও অন্যায়।’
যদিও এই পোস্ট করার পরই রীতিমত বিতর্কের কেন্দ্রে জায়গা করে নেন লেখক। কমেন্ট বক্সে অনেকেই যেমন তাঁর পক্ষ নিলেন, ঠিক তেমনই আবার অনেকে সাফ জানালেন, সমাজে এমন অনেক সমস্যা রয়েছে যা নিতে তিনি কলম ধরতে পারেন, সে সকল বিষয় কেন চুপ লেখক? যদিও তিনি এই প্রসঙ্গ আর বাড়াতে চান না বলেই হয়তো এই পোস্ট সরিয়ে নিয়েছেন, বলেই এক শ্রেণীর অনুমাণ।