ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে নক্ষত্রপতন। চলে গেলেন সঙ্গীতের এক স্তম্ভ, সন্তুরবাদক শিবকুমার শর্মা। কিছুক্ষণ আগে আসা খবর অনুযায়ী, মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সঙ্গীতের এই সাধক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুর কারণ হিসেবে জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শিবকুমার। তাঁকে বাঁচান যায়নি। স্ত্রী মনোরমা ও পুত্র রাহুলকে একা করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন শিবকুমার।
শিবকুমারের জন্ম ভূস্বর্গে। অর্থাৎ, জম্মুতে। তাঁর সন্তুরে মিশে ছিল ‘হসিন ওয়াদিয়াঁ’র সুর। সঙ্গীতের পরিবেশে বড় হয়েছিলেন শিবকুমার। মা উমা দত্ত শর্মা ও বাবা ছিলেন সঙ্গীতের মানুষ। বাবার কাছে তবলা বাজান শিখেছিলেন শিবকুমার। সন্তুর বাজান শিখেছিলেন ১৩ বছর বয়স থেকে। ১৯৫৫ সালে প্রথম মুম্বইতেই সকলের সামনে পারফর্ম করেছিলেন।
শিবকুমার শর্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মমতা লিখেছেন, “পণ্ডিত শিবকুমার শর্মার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি একজন প্রতিষ্ঠিত সন্তুরবাদক। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সাধক। সারা বিশ্বে তিনি সমাদৃত। গভীরভাবে শোকাগত হয়েছি। আমার শ্রদ্ধা জানাই।”