ভরা শ্রাবণ। শহর ভিজছে বৃষ্টিতে। মুম্বইয়ের আকাশেরও মুখ ভার। কিছু দিন আগেই বৃষ্টিতে কী অবস্থা হয়েছিল মায়ানগরীর সে ভিডিয়ো সামনে এসেছিল। ওদিকে দিল্লির বন্যা পরিস্থিতির কথাও কারও অজানা নয়। গাড়ি ভেসে যাওয়ার ভিডিয়ো, গবাদি পশুর অসহায় চাহনি… সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। বৃষ্টির করাল গ্রাসে পড়তে হয় খোদ সানি লিওনিকেও। ভেসে যায় গাড়ি, একটি নয়, তিন-তিনটি। সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেছেন সানি। তিনি তখন সদ্য এদেশে এসেছেন। নীল ছবির দুনিয়া থেকে সরে গিয়ে নিজের কেরিয়ার সাজাতে চেয়েছেন একেবারে অন্য ভাবে।
সানির কথায়, “আমার কোনও ধারণাই ছিল না, আকাশ থেকে এত বৃষ্টি পড়তে পারে। আমি সে সময় মুম্বইয়ে এসেছিলাম । সাগরে খুব কাছে এই শহর। আমার বাড়ির দেওয়ালের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি বর্ষা ভালবাসি, কিন্তু বাড়ির ভিতরে থেকে বৃষ্টি দেখতেই পছন্দ আমার।” সানি যোগ করেন, “আমার তিনটি চমৎকার গাড়ি আমি এই বৃষ্টিতেই হারিয়ে ফেলেছিলাম। এর মধ্যে আবার এক দিনে দু’টি গাড়ি। এক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাকে। আমি কাঁদছিলাম। কারণ, ভারতে যখন বিদেশি গাড়ি আপনি কেনেন তখন বেশ ভাল রকম সুদ আপনাকে দিতে হয় ওই গাড়ির জন্য। আমার একদম ভাল লাগেনি। কিন্তু ঠিকাছে, একটা রক্ষে। ওই ঘটনায় কেউ আহত হননি।” এর পর থেকেই ঠেকে শিক্ষা পেয়েছেন সানি। ভারতে প্রস্তুত বর্ষার উপযোগী গাড়ি চালান তিনি। তাঁর কথায়, “আমি ভুল গাড়ি কিনেছিলাম। এখন আমি ইন্ডিয়া-মেড গাড়ি চড়ি।”
নীল ছবির দুনিয়া থেকে এসেছেন সানি। তাই ভারতে আসার পর তাঁকে কম কটাক্ষ শুনতে হয়নি। কিন্তু সানির মিষ্টি ব্যবহার আর চেষ্টা জেরে আজ তিনি সকলের প্রিয়। আর ওই ছবির দুনিয়ায় তিনি ফিরে যাননি। বরং তাঁর পছন্দ বলিউডই। কিছু বছর আগে মা হয়েছেন রাখী। তাঁর তিন সন্তান রয়েছে।