Sunny Leone: অতীত উস্কে খোঁচা, নীল ছবির দুনিয়া থেকে আসা সানির জীবনে ঝড়

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 09, 2023 | 2:29 PM

Bollywood Gossip: অতীত যেন কিছুতেই পিছু ছাড়ছিল না। এই সফর এতটাও সহজ ছিল না, সাফ জানিয়েছিলেন সানি। সদ্য তাঁকে দেখা যায় কান চলচ্চিত্র উৎসবে।

Sunny Leone: অতীত উস্কে খোঁচা, নীল ছবির দুনিয়া থেকে আসা সানির জীবনে ঝড়

Follow Us

সানি লিওন, কেরিয়ারের শুরু থেকেই তিনি এমন একটা পথ বেছে নিয়েছিলেন, যার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। একমাত্র ভাইকেই সত্যিটা জানিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই সমস্ত সত্যি জেনে যায় তাঁর পরিবারের সকলেও। এরপর সানির সফর কারও অজানা নয়। কিন্তু কেরিয়ারের একটি পর্যায় এসে সানি স্থির করে তিনি তাঁর পথ পাল্টাবেন। বলিউডে কাজ করবেন, অভিনয় করবেন। তবে সেই ইচ্ছেপূরণটা কি আদপে এতটা সহজ ছিল? হয়তো নয়। ২০১১ সালে বিগবস-এ প্রথম দেখা যায় তাঁকে। তখন থেকেই শুরু তাঁর চেষ্টা। একের পর এক সংস্থা ফিরিয়েছে সানিকে। একের পর এক পরিচালক মুখ ফিরিয়েছে তাঁর থেকে।

অতীত যেন কিছুতেই পিছু ছাড়ছিল না। এই সফর এতটাও সহজ ছিল না, সাফ জানিয়েছিলেন সানি। সদ্য তাঁকে দেখা যায় কান চলচ্চিত্র উৎসবে। সেখানেই সানির ছবি কেনেডি-র স্ক্রিনিং ছিল। তা নিয়েই ব্যস্ত এখন সানি লিওনি। সেখানে গিয়েই আবেগঘন অভিনেত্রী। জানান, তাঁকে এক কথায় কেউ কোনওদিন সুযোগ দেয়নি। তবে পরিচালন অনুরাগ কাশ্যপ তাঁকে এই চরিত্র দিয়েছেন। তাঁর কথায়, অনেক সংস্থাই তাঁদের প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য সানিকে গ্রহণ করতে চাইতেন না। এখন সেই পরিস্থিতি অনেকটাই সামলেছেন সানি।

সানি লিওন, ভক্তের সংখ্যা তাঁর নেহাতই কম নয়। বর্তমানে একাধিক ছবির সঙ্গে যুক্ত তিনি। বেশ কিছু আইটেম ডান্সেও দেখা যাচ্ছে তাঁকে। পাশাপাশি সঞ্চালনার কাজে তো দীর্ঘ দিন ধরে নিজেকে প্রমাণ করে এসেছেন সানি। ফলে সানির জীবনে এই গ্রাফ এক কথায় অনেকেই বেশ পছন্দ করেন। ধীরে ধীরে যেভাবে তিনি নিজের পসার জমিয়ে নিয়েছেন, তা এক কথায় বলতে গেলে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। ভারতের বুকে দাপিয়ে কাজ করা থেকে শুরু করে নিজের ব্যবসা, সবটাই চলছে বেশ রমরমিয়ে। নিজের বিউটি প্রডাক্ট লঞ্চ করেছিলেন সানি। নিজের এই ব্যবসায় বেশ ভালই রোজগার তাঁর।

Next Article