Charu Asopa: গাড়িতেই হাউ-হাউ করে কান্নায় ভেঙে পড়লেন সুস্মিতার ভাই রাজীবের প্রাক্তন স্ত্রী চারু, বাড়ি ভাড়া পাচ্ছেন না মুম্বইয়ে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 22, 2023 | 3:44 PM

Sushmita Sen: মুম্বইয়ে কিছুতেই বাড়ি ভাড়া পাচ্ছেন না চারু আসোপা। একরত্তি জিয়াানাকে নিয়ে এদিক-সেদিক ঘুরছেন। সম্প্রতি তিনি গাড়ির মধ্যেই কেঁদে ফেলেছিলেন। এক জায়গায় বাড়ি ভাড়া চাইতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দেওয়া হয় এই বলে যে, তিনি একা।

Charu Asopa: গাড়িতেই হাউ-হাউ করে কান্নায় ভেঙে পড়লেন সুস্মিতার ভাই রাজীবের প্রাক্তন স্ত্রী চারু, বাড়ি ভাড়া পাচ্ছেন না মুম্বইয়ে
চারুর কান্না।

Follow Us

গত বছরই বিবাহবিচ্ছেদ ঘটেছে সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের। তিনি বিয়ে করেছিলেন অভিনেত্রী চারু আসোপাকে। চার বছর দাম্পত্য জীবন কাটানোর পর বিয়ে ভাঙে এই দম্পতির। তারপর তাঁদের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা হয় প্রচুর। চারু বিপুল সমর্থন পেয়েছিলেন তাঁর ননদ মিস ইউনিভার্স সুস্মিতা সেনের থেকে। রাজিব সম্পর্ক জোড়া লাগানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন চারুকে। কিন্তু শেষমেশ কিছুই ঠিক হয়নি দম্পতির মাঝে। বিয়ে ভেঙে যায় চারু এবং রাজিবের। এই মুহূর্তে মুম্বইয়ে আছেন চারু। তাঁদের একমাত্র কন্যা জিয়ানাও চারুর সঙ্গেই থাকে। ইদানিং বিপদে পড়েছেন চারু।

মুম্বইয়ে কিছুতেই বাড়ি ভাড়া পাচ্ছেন না চারু আসোপা। একরত্তি জিয়াানাকে নিয়ে এদিক-সেদিক ঘুরছেন। সম্প্রতি তিনি গাড়ির মধ্যেই কেঁদে ফেলেছিলেন। এক জায়গায় বাড়ি ভাড়া চাইতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দেওয়া হয় এই বলে যে, তিনি একা। চারুর বক্তব্য, “এখনও পর্যন্ত মানুষ প্রগতিশীল নয়। এখনও পর্যন্ত সমাজে চলার জন্য স্বামীর পরিচয় এবং কোনও পুরুষের ছত্রছায়ার প্রয়োজন হয়। আমি বিপদে পড়েছি। মুম্বইয়ের মতো একটি শহরে পুরুষের পরিচয় নেই বলে আমাকে কেউ বাড়ি ভাড়া দিতে চাইছেন না।”

এদিকে সুস্মিতা সেন চিরকালই চারুর সমর্থনে এগিয়ে এসেছিলেন। ভাইয়ের সঙ্গে যখন বিবাদ চলছিল তখনও সুস্মিতা সমর্থন করেছিলেন চারুকেই। প্রাক্তন বউদি এই মুহূর্তে বিপদে। নিশ্চয়ই জানেন সুস্মিতা। এখন তিনি কী করেন সেটাই দেখার।

Next Article