নতুন ছবি ওটিটিতে রিলিজ করানোয় সিনেমা হল মালিকদের হুমকির মুখে প্রযোজকরা

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 08, 2021 | 8:31 AM

Telugu film: সূত্রের খবর, গত বুধবার যে সব তেলগু প্রযোজক নতুন ছবি সরাসরি ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মে রিলিজ করানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে সিনেমা হল মালিকরা জোটবদ্ধ ভাবে প্রতিবাদ করেন।

নতুন ছবি ওটিটিতে রিলিজ করানোয় সিনেমা হল মালিকদের হুমকির মুখে প্রযোজকরা
প্রতীকী ছবি।

Follow Us

করোনা আতঙ্ক এবং লকডাউনের জেরে দীর্ঘদিন ধরেই বন্ধ দেশের বিভিন্ন সিনেমা হল। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে ফের সিনেমা হল দর্শকের জন্য খুলে দেওয়া সম্ভব হবে, তা এখনই নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। এই পরিস্থিতিতে বহু ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। আবার কোনও ক্ষেত্রে প্রযোজকরা ছবি মুক্তির জন্য ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মকে বেছে নিচ্ছেন। তেলেঙ্গনায় সিনেমা হল মালিকরা এ বার তার প্রতিবাদ করলেন।

সূত্রের খবর, গত বুধবার যে সব তেলগু প্রযোজক নতুন ছবি সরাসরি ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মে রিলিজ করানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে সিনেমা হল মালিকরা জোটবদ্ধ ভাবে প্রতিবাদ করেন। তেলঙ্গনা ফিল্ম চেম্বার অব কমার্সের সাংবাদিক সম্মেলনে জানানো হয়, যে সব প্রযোজক এই দুঃসময়ে গোটা ইন্ডাস্ট্রির কথা না ভেবে শুধুমাত্র নিজেদের লাভের জন্য ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মে নতুন ছবি রিলিজ করার কথা ভাবছেন, তাঁদের এই পদক্ষেপ সমর্থন যোগ্য নয়।

তেলঙ্গনা ফিল্ম চেম্বার অব কমার্সের সেক্রেটারি সুনীল নারাগ প্রযোজকদের আগামী অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করেছেন। করোনা পরিস্থিতি ততদিনে কিছুটা স্বাভাবিক হতে পারে বলে মনে করছেন তিনি। তাঁর কথায়, “আমরা এত সমস্যার মধ্যেও সিনেমা হল বাঁচিয়ে রাখতে চাইছি কেন? কারণ সিনেমার প্রতি আমাদের প্যাশন। যদি ওটিটিতে রিলিজের ট্রেন্ড চলতে থাকে তা হলে সিনেমা হল ধ্বংস হয়ে যাবে। সুতরাং দয়া করে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আমাদের পাশে দাঁড়ান।”

এই অনুরোধের পরও যদি কোনও প্রযোজক ওটিটি রিলিজের কথা ভাবেন, তাঁকে কী ভাবে সামলাতে হবে, তা জানা আছে বলে হুমকিও দেন তেলঙ্গনা ফিল্ম চেম্বার অব কমার্স কর্তৃপক্ষ। দক্ষিণী প্রযোজকরা এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

আরও পড়ুন, ‘জগদম্বা’ এবং ‘শ্রীরামকৃষ্ণ’-এর নতুন রূপ! কী করছেন দুই শিল্পী?

Next Article