তাঁদের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই অনেককিছু কানাঘুষো শোনা যাচ্ছে। অনেকদিন থেকেই নাকি সম্পর্কে আছেন অদিতি রাও হায়দারি এবং তামিল অভিনেতা সিদ্ধার্থ। শনিবার (২৯.১০.২০২২) অদিতির জন্মদিন। এদিন প্রেমিকাকে ‘হৃদয়ের রাজকন্যা’ বলে শুভেচ্ছা জানালেন সিদ্ধার্থ।
তাঁর এবং অদিতির দারুণ দুটি ছবি পোস্ট করেছেন সিদ্ধার্থ। সেই সঙ্গে লিখেছেন মন গলানো পোস্ট। সিদ্ধার্থ লিখেছেন, “হ্যাপি, হ্যাপি, হ্যাপি বার্থডে আমার হৃদয়ের রাজকন্যা অদিতি রাও হায়দারি। তোমার সব স্বপ্ন সত্যি হোক। সবচেয়ে বড় স্বপ্ন, সবচেয়ে ছোট স্বপ্ন, সব… যে স্বপ্ন তুমি দেখোনি, তাও সত্যি হোক। দারুণ জীবন কাটাও তুমি।”
কেবল সিদ্ধার্থ নন, অতীতে অদিতিও তাঁর প্রেমিকের জন্মদিনে একটি সুন্দর পোস্ট করে লিখেছিলেন, “আমার পিক্সি বয়, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাতে চাই। সারাজীবন স্বপ্ন এবং ইউনিকর্নদের ধাওয়া করে বেড়াও তুমি। সব সময় জাদু তৈরি করো, পাগলামি করো আর সারাক্ষণ প্রাণ খুলে হাসো। তুমি যেমন, সে রকমই থাক সব সময়। তুমি জানো কতখানি ভালাবাসার মানুষ তুমি।”
বার্থ ডে গার্ল অদিতির এখন সামনে অনেক কাজ। দুলকর সলমন এবং কাজল আগরওয়ালের সঙ্গে তিনি অভিনয় করেছেন ‘হে সিনামিকা’ ছবিতে। দুলকর সলমনের বিপরীতে আছেন তিনি। সঞ্জয় লীলা ভনসালীর ‘হীরামাণ্ডি’তে তাঁকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
অদিতির ধমনীতে বইছে রাজ পরিবারের রক্ত। তিনি আকবর হায়দারির বাড়ির মেয়ে এবং মহম্মদ সালেহ আকবর হায়দারির নাতনি। তাঁকে রাজকন্যা বলাই যায়, তাই নয় কী!