Hrithik-Saba: বান্ধবী কামড় দেওয়ার মাঝেই এমন কী করেন হৃত্বিক যে, মুখ খুলতে হল সাবাকে?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 18, 2023 | 3:20 PM

Bollywood Romance: হাওয়ায় খবর, বিয়েও করবেন হৃত্বিক রোশন এবং সাবা আজ়াদ। সোমবার একটা পোস্ট করেছেন সাবা। তাতে প্রেমিকের তোলা এক ছবি পোস্ট করেছেন তিনি।

Hrithik-Saba: বান্ধবী কামড় দেওয়ার মাঝেই এমন কী করেন হৃত্বিক যে, মুখ খুলতে হল সাবাকে?
সাবা এবং হৃত্বিক।

Follow Us

প্রেম করছেন চুটিয়ে। প্রায়ই পোস্ট করেন এটা-সেটা। দু’বছর হয়ে গেল তাঁরা প্রেম করছেন। হাওয়ায় খবর, বিয়েও করবেন হৃত্বিক রোশন এবং সাবা আজ়াদ। সোমবার একটি পোস্ট করেছেন সাবা। তাতে প্রেমিকের তোলা এক ছবি পোস্ট করেছেন তিনি।

আসলে ‘বেকন’ খাচ্ছিলেন অভিনেত্রী-গায়িকা। হৃত্বিক সেই সময় প্রেমিকার খাওয়ার ছবি তুলছিলেন। খেতে-খেতে থেমে গিয়েছিলেন সাবা। তাই তিনি পোস্টে লিখেছেন, “আমার খাওয়ার সময় ছবি তুলতে ভালবাসেন হৃত্বিক। আসলে মহিলাদের খাওয়ার ছবি তো পাওয়া যায় না খুব একটা। সেই কারণে…”

এই পোস্টের নীচে ট্রোলড হতে হয়েছে সাবাকে। আসলে তিনি আমিষ পদ খাচ্ছিলেন। অন্যদিকে সাবা একজন পশুপ্রেমীও। নানা ধরনের পোস্ট করে থাকেন পশু সংরক্ষণ নিয়ে। তাই নিয়ে কটাক্ষ করে সাবাকে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “একদিকে পশু বাঁচানোর আর্জি জানান, অন্যদিকে তাদেরই মেরে-মেরে খান।” অনেকে আবার হৃত্বিকের ছবি তোলার গুণের প্রশংসাও করেছেন।

হৃত্বিকের প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ মুক্তি পাওয়ার পরপরই প্রেমিকা সুজ়ন খানকে বিয়ে করেছিলেন হৃত্বিক। সেই বিয়ে ভেঙে যায় এক দশক পর। হৃত্বিক-সুজ়নের দুটি ছেলেও আছে – রেহান এবং হৃদান। তারপর অনেকের সঙ্গেই সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা গিয়েছিল হৃত্বিকের। সাবার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ গভীর। হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজ়নও সাবাকে পছন্দ করেন। তাঁর প্রত্যেক পোস্টে লাইক করেন। তাঁকে নানা বিষয়ে অনুপ্রাণিত করেন। সাবাকে মেনে নিয়েছেন হৃত্বিকের পরিবারের সদস্যরাও। হয়তো তাঁরা বিয়েও করবেন শীঘ্রই।

Next Article