বিষয় দেবেরাকোন্ডা, বলিউডে লাইগার ছবি দিয়ে প্যান ইন্ডিয়া বাজারে পা রাখলেও দক্ষিণী দুনিয়ায় আবারও তিনি ছক্কা হাকালেন। দর্শক দরবারে আরও একবার এই দক্ষিণী সুপারস্টার চর্চিত হয়ে উঠলেন তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি ‘কুশি’র জন্য। এই ছবিতেই সামান্তার রুথ প্রভুর সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় বিজয় দেবেরাকোন্ডাকে। ছবি মুক্তি পেতেই প্রথমদিনে তা বক্স অফিসে ১৬ কোটির ব্যবসা করে ফেলে। লাইগার ছবি বক্স অফিসে সেভাবে জায়গা করতে না পারলেও ঘরের মাটিতে আবারও ঝড় তুললেন সুপারস্টার। তেলুগু এই ছবি এখন দক্ষিণী দুনিয়ায় বেশ চর্চিত। থালাইভা অর্থাৎ রজনীকান্ত অভিনীত ছবি জেলার-এর সঙ্গে পাল্লা দিয়ে প্রেক্ষাগৃহে চলছে কুশি।
ভক্তদের ভালবাসা না থাকলে এমনটা হওয়ার নয়, এই বিশ্বাস থেকেই এবার বিজয় নিলেন এক নয়া উদ্যোগ। তাঁর এই আনন্দ তিনি ভাগ করে নিতে চান একশো পরিবারের সঙ্গে। সম্প্রতি তিনি ঘোষণা করেন, কিছুদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ফর্ম প্রকাশ্যে আনা হবে। যেখানে নানা রকম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। বিজয়ের কথায় যার বাড়িতে কেউ অসুস্থ রয়েছেন, কারুর পড়াশোনার খরচ যোগাতে সমস্যা, এমন সমস্যায় যাঁরা রয়েছেন, তাঁরা যেন দ্রুত এই ফর্ম ফিলাপ করে দেন। সমস্ত আবেদন খতিয়ে দেখে বিজয়ের টিম বেছে নেবেন ১০০টি পরিবারকে। আর সেই ১০০ টি পরিবারের হাতে এক লাখ করে টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল এবার বিজয় দেবেরাকোন্ডা। তাঁর কথায় তিনি তার এই আনন্দ সকল ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে চান। যে আনন্দে ভক্তরা শামিল হয় না, তা অভিনেতাদেরও আনন্দ দেয় না। ভক্তরা না থাকলে তিনি আজ এই জায়গায় পৌঁছতেন না, তাই তিনি এবার চান যৎসামান্য সাহায্য করে তাঁর ভক্তদের পরিবারের মুখে হাসি ফোটাতে। এই খবর প্রকাশে আসার পরই মুহূর্তে তো ভাইরাল হয়ে ওঠে। বিভিন্ন ক্ষেত্রে চর্চার কেন্দ্র বিন্দু হয়ে ওঠেন বিজয়। আর ভক্তের দরবারে তিনি এখন ভগবান।