বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘লাল সিং চাড্ডা’। দেড়শ কোটি বাজেটের ছবির মোট আয় নেহাতই নগণ্য। প্রধানত দেশ জুড়ে ওঠা বয়কট ট্রেন্ডের কারণেই এই ব্যর্থতা বলে মনে করছেন অনেকে, অনেকেই আবার দোষ দিয়েছেন আমির খানের অভিনয়কে। এবার এই নিয়েই বিস্ফোরক ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
তাঁর প্রশ্ন, “ইন্ডাস্ট্রির প্রায় সকলেই বলছেন ভক্তরা (এক্ষেত্রে অনুমান ভক্ত বলতে—বিবেক—মোদীভক্ত বুঝিয়েছেন) এই ছবিকে নাকি ধ্বংস করে দিয়েছে। কিন্তু ভারতে মোদীকে কতজন ভোট করেছেন? ৪০ শতাংশ। যদি মোট দর্শকের থেকে এই ৪০-৫০ শতাংশ বাদও চলে যান তবে বাকি ৫০ শতাংশ কোথায়? তাঁরা কেন এলেন না ছবিটি দেখতে?” বয়কট ট্রেন্ডের কারণে আমিরের ছবি ফ্লপ হয়েছে এ কথা মানতে নারাজ বিবেক। তিনি প্রশ্ন তুলেছেন আমিরের প্রতি অনুগত ‘ফ্যানবেস’ নিয়েও। বিবেক যোগ করেন, “যদি এতদিন কাজ করেও তাঁর কোনও ফ্যানবেস তৈরি হয়ে না থাকে তাহলে সব কিছু ভাঁওতা আর মিথ্যে। এত বছর ধরে মানুষকে বোকা বানানো হচ্ছে। বোকা বানিয়ে পারিশ্রমিক হিসেবে ১৫০-২০০ কোটি টাকা কেন নিচ্ছেন তাহলে?” প্রসঙ্গত, ‘দঙ্গল’ ছবির সময়েও আমিরের বিরুদ্ধে বয়কট ট্রেন্ড উঠেছিল। তাঁর কিছু বছর আগে বলা একটি কথাকে কেন্দ্র করে হয়েছিল উথালপাথাল। যদিও ছবিটির বিষয়বস্তু, আমিরের প্রচেষ্টা ভাল লাগায় বক্সঅফিসে তুমুল সাফল্য লাভ করেছিল ‘দঙ্গল’। সেই প্রসঙ্গই তুলে আনেন বিবেক। তাঁর কথায়, “ওই ছবিতে মানুষ আমিরের নিষ্ঠা দেখেছিল। একজন বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চরিত্রের প্রয়োজনে ওজন বাড়িয়েছিলেন। কিন্তু আমায় কেউ বলতে পারবেন এই ‘লাল সিং চাড্ডা’ আদপে কী নিয়ে ছবি? কেউ জানে না”।
তবে শুধু আমির খানকে নিয়েই নয়। বিবেক ক্ষোভ উগরে দিয়েছেন রণবীর সিংয়ের ছবি ‘জয়েশভাই জোরদার’ নিয়েও। ওই ছবির বিষয়বস্তু ছিল কন্যাভ্রূণ হত্যা। সেই ছবির প্রচারেই খালি গায়ে ২৫ জন মেয়েকে নিয়ে রণবীরের নাচ যে একেবারেই বেমানান তা মনে করিয়ে দিয়ে বিবেক বলেন, “কেউ বুঝতেই পারল না ছবিটি কী নিয়ে। বুঝতেই পারল না ছবিটি কন্যাভ্রুণ হত্যা নিয়ে করা হয়েছে। ওটা তো কমেডি বা ফ্যাশন ছবি নয়। তাহলে ওই রকম প্রচার করলে মানুষ কেন সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবে?”
বলিউডের মন্দার বাজারে হাতেগোণা পরিচালকদের মধ্যে বিবেক অগ্নিহোত্রী একজন যিনি স্বল্প বাজেটের ছবি বানিয়ে সুপারহিট তকমা ছিনিয়ে নিয়েছেন। তাঁর তৈরি ‘দ্য কাশ্মীর ফাইলস’ বক্সঅফিসে দারুণ সাফল্য লাভ করেছিল। তাঁর আগামী ছবি ‘দ্য দিল্লি ফাইলস’-এর শুটিংও শুরু হবে শীঘ্রই।