৯০-এর দশকের ছেলেমেয়েদের কাছে আর মাধবন এক আবেগের নাম। কেবল দক্ষিণ ভারতীয় ছবিতে নয়, মাধবন কাজ করেছেন হিন্দি ভাষার ছবিতেও। যে কারণে, বলিউডেও তিনি সমান জনপ্রিয় এক অভিনেতা। ‘রেহনা হে তেরে দিল মে’ ছবি থেকে শুরু করে ‘রকেট্রি’–সব ছবিতেই সমানতালে কাজ করেছেন মাধবন। কেবল তাই নয়, পরিচালনার ক্ষেত্রেও দারুণ হাতযশ এই অভিনেতার।
মাধবন বলেছেন, দুটি ভাষার ছবিতেই অভিনয় করতে গিয়ে খুব বেশি পরিশ্রম করতে হয়নি তাঁকে। ‘স্লিপ ওয়াকিং’ করার মতো কাজ করেছেন প্রত্যেকটিতে। বলতে চেয়েছেন, তাঁর কাজ করার মধ্যে তেমন হইচই ব্যাপার ছিল না। মাধবন বলেছেন, “এমনভাবে কাজ করেও কীভাবে যেন আমার সবকটা ছবি খুব ভাল পারফর্ম করেছে। জানি না, কীভাবে সব ক’টি ছবি বক্স অফিসেও দারুণ নম্বর পেয়েছে।”
বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করছেন মাধবন। তাঁর ‘রকেট্রি’ গিয়েছে আন্তর্জাতিক মঞ্চে। ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করেছিল তাঁর ‘ডিকাপলড’। সম্প্রতি স্ট্রিম করতে শুরু করেছে ‘দ্যা রেলওয়ে মেন’ ড্রামা থ্রিলার। এটি যশরাজ ফিল্মসের ডেবিউ ওয়েব সিরিজ়। ১৯৮৪ সালে ঘটে যাওয়া ভোপালের ভয়াবহ গ্যাস দুর্ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই সিরিজ়টি।