Parineeti Chopra: এক নয়, একাধিক সন্তান চাই পরিণীতির, দত্তক নেবেন?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 22, 2023 | 5:30 PM

Parineeti Chopra: বিয়ের পরও ছবি শেয়ার করতে খুব একটা অপেক্ষা করা নিয়ে ভক্তদের। হানিমুন ট্রিপ এখনও এই জুটির না হলেও মলদ্বীপে বন্ধুদের নিয়ে কিছুটা সময় কাটিয়ে এসেছেন পরিণীতি। এবার কি তবে সন্তান নেওয়ার কথা ভাবছেন? কারণ পরিণীতি শিশু বরাবরই খুব পছন্দ করেন। 

Parineeti Chopra: এক নয়, একাধিক সন্তান চাই পরিণীতির, দত্তক নেবেন?

Follow Us

সম্প্রতি অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার, মহা ধুমধামে বিয়ে হয়। সম্পর্কে আসার পর থেকেই তাঁদের নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। কখনও ডিনার ডেট, কখনও আবার প্রকাশ্যে তাঁদের এক সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছে। তবে সম্পর্কের কথা এড়িয়ে না গিয়ে বারবার হাসিমুখে ছবি দিয়েছেন পরিণীতি-রাঘব। বিয়ের পরও ছবি শেয়ার করতে খুব একটা অপেক্ষা করা নিয়ে ভক্তদের। হানিমুন ট্রিপ এখনও এই জুটির না হলেও মলদ্বীপে বন্ধুদের নিয়ে কিছুটা সময় কাটিয়ে এসেছেন পরিণীতি। এবার কি তবে সন্তান নেওয়ার কথা ভাবছেন? কারণ পরিণীতি শিশু বরাবরই খুব পছন্দ করেন।

অতিতে একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি শিশু খুব ভালবাসেন। দত্তক নেওয়া প্রসঙ্গে মুখ খুলে ছিলেন তিনি। তাঁর কথায় একটা নয় তাঁরা অনেক সন্তান পছন্দ। সকলকে তো জন্ম দেওয়া সম্ভব নয়, তাই তিনি দত্তক নিতে চান। পরিণীতি চোপড়া, বরাবরই শিশুদের ভীষণ পছন্দ করেন। তাই তাঁর কোল আলো করে খুব শিগগিরই পরিবারের নতুন সদস্য আসবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। যদিও বর্তমানে তাঁদের কী পরিকল্পনা সে বিষয়ে কোনও ধারণাই নেই কারও-র। অতিতে সন্তান দত্তক নেওয়ার বিষয় সম্মতি জানিয়েছিলেন। যে পরিণতি বর্তমানে তার ও রাঘবের পরিবার পরিকল্পনাটা ঠিক কী? সে উত্তর সময়ে দিতে পারে।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের শেষেই মহা ধুমধাম করে বিয়ে হয়েছিল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার। রাজস্থানের এক সাতমহলা প্রাসাদে বসেছিল সেই বিয়ের আসর। বিয়ের কিছু দিন কাটতেই মালদ্বীপে উড়ে গিয়েছিলেন পরী। না, হনিমুন নয়। নায়িকা জানিয়েছিলেন তাঁর ‘গার্লফ্রেন্ডস’ দের নিয়ে বিদেশে বেড়াতে গিয়েছেন তিনি। সেখান থেকে ছবি শেয়ার করে সকলের নজর কেড়েছিলেন অভিনেত্রী।

Next Article