সুস্মিতা সেন, বলিউড হট ডিভা যেখানেই উপস্থিত হন সেখানেই সাধারণ মানুষের ভিড় জমে যায়। মুহূর্তে তিনি আশপাশে পরিবেশটাই যেন পলকে বদলে দিতে পারেন। তাঁর এনার্জি তাঁর উপস্থিতি এতটাই বোল্ড যে সুস্মিতা সেন ফ্রেমে মানে বাকি সকলে ফোকাসের বাইরে। এবারও ঠিক তেমনই হল। মহারাষ্ট্রের দুর্গাপুজোয় সকলে সঙ্গে গা ভাসালেন তিনিও। শাড়ি পরে, দুই মেয়েকে সঙ্গে নিয়ে প্রতীমা দর্শনে বেরিয়ে পড়লেন সুস্মিতা। সেখানেই ধুনুচি নাচে অংশগ্রহণ করলেন তিনি। হাতে ধুনুচি তুলে নিয়ে সকলের নজরে যেভাবে জায়গা করলেন অভিনেত্রী তা এককথায় অবাক করা। কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন সুস্মিতা সেন, কিন্তু বর্তমানে তিনি ভাল আছেন তিনি। একাধিকবার এই বার্তা দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছেন অভিনেত্রী।
তবে তাঁর বোল্ড লুক সঙ্গে ধুনুচি নাচ এবার দর্শকেরা যেভাবে উপভোগ করলেন তা এক কথায় প্রশংসনীয়। তিনি কেবল একাই নন মেয়েদের হাতেও তুলে দিলেন ধুনুচি মেয়েদের তালে তাল মিলিয়ে নাচলেন সকলের সঙ্গে। সাধারণের সঙ্গে মিশে উপভোগ করলেন দুর্গাপুজোর মহা সপ্তমীর সন্ধ্যা। সুস্মিতা সেনের এই ভিডিয়ো ভাইরাল হতেই তা সকলেই নজরে কেন্দ্রের জায়গা করে নেয়। তিনি বরাবরই ভীষণ প্রাণোচ্ছল। এক গাল হাসি সঙ্গে তাঁর নাচ মণ্ডপে উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে দেখলেন। প্রতিমার সামনে দাঁড়িয়ে মেয়েদের সঙ্গে তুললেন ছবিও।
বিতর্ককে দূরে ঠেলে সম্পর্কের জল্পনা ভুলে কীভাবে আনন্দ উৎসবে খোশ মেজাজে সহজে শামিল হতে হয়, তা তিনি খুব ভাল করেই জানেন। সুস্মিতা সেন কেবলমাত্র হট অভিনেত্রী বা বিউটি কুইন এমনটা নয়, তিনি মাঝেমধ্যেই সকলকে অনুপ্রাণিত করার এমন কিছু উপদেশ দিয়ে থাকেন যা সত্যি ভীষণ বাস্তব। আর সেগুলো যে কেবল সোশ্যাল মিডিয়া নজর কড়া পোস্ট নয়, তিনি নিজের জীবনেও একই ভাবে তা প্রয়োগ করে থাকেন, তার প্রমাণ তিনি নিজেই।