স্বয়ং রবীন্দ্রনাথ প্রেম এবং পুজোকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছেন। আর বাঙালির পুজো মানে প্রেম। কথায় বলে সরস্বতী পুজো বাঙালির প্রেমদিবস৷ সেই দিবস আসতে এখনও ঢের দেরি। ছোটবেলার ভাল লাগা, কৈশোরের ক্রাশ – সবকিছু সরস্বতী পুজোর অপেক্ষায় থাকে। তাই সময়ের কিছু আগেই চলে এল নতুন একটি প্রেমের গান ‘তোকে পাবো বলে’৷
কৈশোরের ভাল লাগা। তারপর দূরত্ব। একদিন ফের দেখা হয় হলুদ শাড়ি পরা ছোট্টবেলার সেই মেয়েটির সঙ্গে। তাকে পাওয়ার ইচ্ছে আর রাতে ঘুম আসে না। আচমকাই ছন্দপতন হয়৷ অভিমানের পাহাড় জমে বুকে। সেই অভিমান পেরিয়ে কি কথা হয় দু’জনের? উত্তর দেবে ‘তোকে পাব বলে’ গানটি।
গানের গীতিকার ও সুরকার প্রাঞ্জল। বহু বাংলা সিনেমা, সিরিয়াল, সিরিজ়ে সুর দিয়েছেন, গান লিখেছেন। গানটি গেয়েছেন নবনীতা। তিনি ডেনমার্কের ভারতীয় কন্যা। ইতিহাস তৈরি করেছেন বিদেশের মাটিতে। ডেনিশ ন্যাশনাল টিভির মঞ্চে প্রথম ভারতীয় সঙ্গীত পরিবেশন করেছেন তিনি৷ ‘ডেনমার্ক গট ট্যালেন্টে’ নবনীতাই প্রথম ভারতীয় সেমি ফাইনালিস্ট। বিশিষ্ট ড্যানিশ ও স্ক্যান্ডিনেভিয়ান শিল্পীদের সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করেছেন নবনীতা। যুক্তরাজ্যে আয়োজিত ‘ইন্সপায়ারিং ইন্ডিয়ান উওমেন’-এর চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছিলেন। তিনি পেশায় একজন শিক্ষক ও সমাজ কল্যাণকর্মী। ভালোবেসে সঙ্গীত চর্চা করেন।
ভিডিয়োতে দেখা যায় বাংলা সিরিয়াল এবং সিরিজের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য সেনকে। কৈশোরের প্রেমের পূর্ণতার অপেক্ষায় যে মেয়েটি দু’চোখে স্বপ্ন সাজিয়ে সারাদিন মনে মনে বলে ‘তোকে পাব বলে’। সেই মেয়েটির চরিত্রে দেখা যাবে ঐশ্বর্যকে৷
জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের এই গানের ভিডিও আপনাকে নিয়ে যাবে ফেলে আসা শৈশবে৷ যেখানে অবসর মানেই রঙিন কাগজ, রঙিন অরিগ্যামি আলো মাখা কিছু মুহূর্ত। গানের দৃশ্যায়নে সরস্বতী পুজোর আবহ তৈরিতে এই সমস্ত নস্টালজিয়াকে দুর্দান্ত ব্যবহার করেছেন শিল্প নির্দেশক সুভাষ সাহা৷
আরও পড়ুন: Big Boss 15: প্রেম বাড়ছে করণ-তেজস্বীর, ভাসছে চুম্বনে-আলিঙ্গনে!