Priyanka Chopra: ‘ম্যাট্রিক্স’-এ ছোট চরিত্র পাওয়ার প্রসঙ্গ তুলতেই রেগে গেলেন প্রিয়াঙ্কা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 25, 2021 | 10:32 AM

ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজির আসন্ন ছবিতে ব্রেক মিলেছে প্রিয়াঙ্কা চোপড়ার। তাঁর চরিত্রটি কেন্দ্রীয় না হলেও গুরুত্বপূর্ণ। তবে আয়তনে খুব বড় নয়।

Priyanka Chopra: ম্যাট্রিক্স-এ ছোট চরিত্র পাওয়ার প্রসঙ্গ তুলতেই রেগে গেলেন প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা

Follow Us

ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজির আসন্ন ছবিতে ব্রেক মিলেছে প্রিয়াঙ্কা চোপড়ার। তাঁর চরিত্রটি কেন্দ্রীয় না হলেও গুরুত্বপূর্ণ। তবে আয়তনে খুব বড় নয়। সাক্ষাৎকারে সে প্রসঙ্গ তুলতেই রেগে গেলেন পিগি চমস। সাফ জানালেন, ছোট চরিত্র নিয়ে প্রশ্ন করা আদপে ছোট মানসিকতার পরিচয়।

তাঁর কথায়, “লিড চরিত্রর বিচারে প্রতিটি চরিত্রকে দেখা আদপে নিচু মানসিকতার পরিচয়।” অ্যাসিয়াল সানডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অসন্তুষ্ট প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, “দক্ষিণ এশিয়া কমিউনিটির কিছু মানুষ যে মানসিকতা নিয়ে প্রশ্ন করে আমার মনে হয় আপনিও আমাকে ওই একই মানসিকতা নিয়ে প্রশ্ন করছেন। অনেকেই বলেছে, কেন করতে রাজি হলে? লিডিং রোল নয়, কেন করলে? করেছি কারণ, এটি ম্যাট্রিক্স আর ছবিতে আমি অন্যতম গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি তাই। বলিউডেও যখন আমি ছবি করেছি তখন চরিত্র অনুযায়ী সেই ছবি পছন্দ করেছি। সব সময় যে তা কেন্দ্রীয় চরিত্র হয়েছে, এমনটা কিন্তু নয়। এভাবেই যদি কেউ ভেবে থাকেন তাহলে তা তাঁর নিচু মানসিকতারই পরিচয় দেয়।”

প্রিয়াঙ্কা যে চরিত্র ভাল লাগলে তবেই সে ছবি পছন্দ করেন সে প্রমাণ বলিউডে পাওয়া গিয়েছে এ কথা সত্য। উদাহরণ, বাজিরাও মস্তানি। ওই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। প্রিয়াঙ্কা চরিত্র ছিল দ্বিতীয় কেন্দ্রীয় চরিত্র। তাও তিনি ছবি করতে রাজি হয়েছিলেন। ফলাফলও পেয়েছিলেন তেমনই। মস্তানির ভূমিকায় দীপিকার অভিনয় দর্শকের ভাল লাগলেও হৃদয় ছুঁয়েছিলেন প্রিয়াঙ্কা। বলিউডে তাঁর শেষ ফিল্ম ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। পাইপলাইনে রয়েছে জোয়া আখতারের ‘জি লে জারা’। ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও রয়েছে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট।

 

 

Next Article