Zaira Wasim: বলিউডকে বিদায় জানানোর ২ বছর পর এই প্রথম প্রকাশ্যে ‘দঙ্গল কন্যা’

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 06, 2021 | 12:25 AM

গোটা শরীর বোরখায় আবৃত, মুখ নয়, বরং ব্যাকসাইডের ছবিই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন জাইরা। লিখেছেন, "অক্টোবরের উত্তপ্ত সূর্য"। উন্মুক্ত পরিবেশে প্রকৃতির খুব কাছে রয়েছেন জাইরা।

Zaira Wasim: বলিউডকে বিদায় জানানোর ২ বছর পর এই প্রথম প্রকাশ্যে দঙ্গল কন্যা
জাইরা ওয়াসিম।

Follow Us

সাল ২০১৯। ইনস্টাগ্রামে বড়সড় পোস্ট দিয়ে বলি টাউনকে চিরতরে বিদায় জানিয়েছিলেন ‘দঙ্গল’অভিনেত্রী জাইরা ওয়াসিম। জানিয়েছিলেন, ‘ধর্মবিশ্বাস বিপন্ন হচ্ছে তাঁর, আর সে কারণেই এমন সিদ্ধান্ত’। এর পর দু’বছর ইনস্টাগ্রামে নিজের কোনও ছবি পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। অবেশেষে দেখা গেল। প্রায় দু’বছর পর ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেছেন এই প্রাক্তন অভিনেত্রী।

গোটা শরীর বোরখায় আবৃত, মুখ নয়, বরং ব্যাকসাইডের ছবিই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন জাইরা। লিখেছেন, “অক্টোবরের উত্তপ্ত সূর্য”। উন্মুক্ত পরিবেশে প্রকৃতির খুব কাছে রয়েছেন জাইরা। জায়গাটি কোথায়, তা অবশ্য জানা যায়নি। জাইরার ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা প্রায় ৯ লক্ষের কাছাকাছি। ইনস্টা বলছে এখনও পর্যন্ত ১৩৬টি পোস্ট করেছেন তিনি। কাউকে অনুসরণ করেন না তিনি। তাই ‘ফলোয়িং লিস্ট’ শূন্য। ইনস্টা জুড়ে কোরানের বিভিন্ন বক্তব্য। বহুদিন পর জাইরার ঝলক দেখতে পেয়ে খুশি অনুরাগীরা।


২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবির মাধ্যমেই টিনশেলটাউনে হাতেখড়ি হয়েছিল জাইরার। ওই ছবিতে তাঁর অসামান্য অভিনয় এনে দিয়েছিল বেশ কিছু পুরস্কার। এর পর দ্য স্কাই ইজ পিঙ্ক, সিক্রেট সুপারস্টার… ক্রমে নিজেকে অন্যতম শক্তিশালী বলি অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করছিলেন জাইরা। কিন্তু ২০১৯ সালে তাঁর একটি সিদ্ধান্তের হতবাক হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রি। তাঁর ওই সিদ্ধান্ত নিয়ে পক্ষে-বিপক্ষে চলেছিল নানা মতামত। জাইরা যদিও তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন। বারেবারেই বলেছিলেন, ফিল্মি দুনিয়ার সঙ্গে তাঁর ‘ইমান’-এর সংঘাতের কথা। প্রায় দু’বছর পর অবশেষে তিনি প্রকাশ্যে, তবে খানিক অন্যভাবে।

আরও পড়ুনDrug Case: টলিউডেও বেপরোয়া ভাবে নেশা! ‘ছেড়ে দিন, ধরা পড়ে যাবেন…’, প্রযোজকের পোস্টে সাবধানবাণী

আরও পড়ুন: Drug Case: ‘বলিউডের ত্রাস’ এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের স্ত্রী-ও একজন বলি অভিনেত্রীই!

Next Article