‘ডান্স ভিভিড’ নিয়ে এল লাইভ কনসার্ট ‘ওয়েট’

Nov 24, 2020 | 6:45 PM

TV9 বাংলা ডিজিটাল: মঞ্চ থেকে রাস্তা, ক্যাফে, বুকস্টোর, গ্যালারি, বোর্ডরুম- সব জায়গায় এক পরিচিত নাম ‘ডান্স ভিভিড’। ভারতের এই পরিচিত ডান্স কনসার্ট সংস্থা করোনা পরিস্থিতিতে অনলাইনে নৃত্য পরিবেশন করেছে। তবে তাদের পারফরম্যান্সের এই ধারা অব্যাহত রেখেই এবার অনলাইনে লাইভ নাচ দেখার সুযোগ করে দিল তারা। গত ২২ নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটায় কলকাতার TOPCAT CCU’-তে ‘ডান্স ভিভিড’-এর […]

ডান্স ভিভিড নিয়ে এল লাইভ কনসার্ট ওয়েট

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: মঞ্চ থেকে রাস্তা, ক্যাফে, বুকস্টোর, গ্যালারি, বোর্ডরুম- সব জায়গায় এক পরিচিত নাম ‘ডান্স ভিভিড’। ভারতের এই পরিচিত ডান্স কনসার্ট সংস্থা করোনা পরিস্থিতিতে অনলাইনে নৃত্য পরিবেশন করেছে। তবে তাদের পারফরম্যান্সের এই ধারা অব্যাহত রেখেই এবার অনলাইনে লাইভ নাচ দেখার সুযোগ করে দিল তারা।

গত ২২ নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটায় কলকাতার TOPCAT CCU’-তে ‘ডান্স ভিভিড’-এর তৃতীয় পর্যায়ের লাইভ নাচ পরিবেশিত হয়- ‘ওয়েট’। ভারতের তারাই প্রথম ডিজিটাল কনসার্ট আয়োজনকারী সংস্থা।

বর্তমান সময়টা বড্ড কঠিন। একাকীত্ব ,  শূন্যতায় গ্রাস করছে চারিদিক। অথচ স্বপ্নটাকে তো বিসর্জন দিতে পারি না আমরা!  প্রতি মূহুর্তে আমরা নতুন আশা দেখে এগিয়ে চলেছি। এই নতুন যাত্রা নিয়েই ‘ব্যারেন’। ভাবনা ও কোরিওগ্রাফি করেছেন সুদর্শন চক্রবর্তী। মানুষের মন ও ভাবনার চলন ও স্থিতি নিয়ে তৈরী হয়েছে ‘এস. ও. এম- স্টেট অফ মাইন্ড’। ভাবনায় অঙ্কিতা দাশগুপ্ত। একাধিক মানুষ, তাঁদের ভৌগোলিক অবস্থান আলাদা, তাঁদের জীবন-অভ্যাস আলাদা, এঁদের দৈনন্দিন জীবন ও কথার কোলাজ ছিল- ‘ডু
ইউ সি হোয়াট আই সি’।

উত্তর মেক্সিকোর লোকগীতি ‘কার্দেঞ্চে’ নাচটিই ছিল মূল আকর্ষণ। ভাবনা এবং পরিবেশনে ছিলেন পারমিতা সাহা। বেশ কিছু পারফর্মিং আর্ট এখন লাইভ শো-এর কথা ভাবছে এর পর।

Next Article