তুলির টানে ‘লাইফ অব পুরুলিয়া’

বিহঙ্গী বিশ্বাস | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Nov 27, 2020 | 6:45 AM

শিল্পীর তুলির টানে পুরুলিয়ার মনসাপুজো হয়ে উঠেছে আরও রঙিন।

তুলির টানে লাইফ অব পুরুলিয়া
প্রতীকী ছবি

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: পুরুলিয়া জেলা স্কুলের (Purulia Zila school)  শিক্ষিকা করবী বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়ের পুরুলিয়া আসা চাকরিসূত্রেই। তিনি স্কুল যেতেনই দিনের পর দিন স্কেচবুক, জলরং, তুলি সঙ্গে করে। স্কুল ছুটির পর সময়টা হত তাঁর, একদম নিজের। শুধু ভালবেসেই পুরুলিয়া শহর, জঙ্গল, আশেপাশের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতেন।

সাধারণ যা-কিছু দেখে যেভাবে মুঠোফোনে বন্দি করে রাখে, তিনি ঠিক সেভাবেই রঙ-তুলিতে এঁকে রাখতেন খাতায়। সবচেয়ে বেশী গবেষণা তাঁর পুরুলিয়ার মাটিমাখা মানুষগুলোকে নিয়ে। সেই মানুষগুলোর পোশাক, চেহারা, গায়ের রং, চলাবলাই ছিল করবীদেবীর শিল্পের প্রধান উপাদান।

শিল্পীর তুলির টানে পুরুলিয়ার মনসাপুজো হয়ে উঠেছে আরও রঙিন। মনসাপুজোয় প্রচুর মানুষের আনাগোনা, একসঙ্গে জড়ো হওয়া, তাদের আনন্দ, উচ্ছ্বাস, গান সবকিছুই স্থান পেয়েছে তাঁর আঁকায়। স্কেচবুকের পর পর পাতায় শুধু পুরুলিয়ার মানুষের বৈচিত্র্যপূর্ণ জীবনযাত্রা। তাদের বেঁচে থাকার মানে খুঁজে পরতে পরতে স্বাদ নিয়েছেন তিনি। তবে কোনও দিন প্রদর্শন করবেন বলে ভাবেননি শিল্পী। নিজের খেয়ালেই এঁকেছেন সারাজীবন। শিল্পী করবী বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায়ের প্রথম প্রদর্শনী- ‘লাইফ অফ পুরুলিয়া’। দেবভাষাতেই চলবে প্রদর্শনী ২০ নভেম্বর থেকে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

Next Article