মাকে নিয়ে অভিযোগ শুভশ্রীর দিদির! বললেন, ‘ওই মহিলা আমাদের…’
Tollywood Gossip: দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে চেনেন? কিছু সময় আগেই অভিনয়ে হাত পাকিয়েছেন তিনি। এ ছাড়াও তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি বাংলার প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নিজের দিদি। সেই দেবশ্রীই এবার মাকে নিয়ে করলেন এক অভিযোগ। শুধু কি তাই?
দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে চেনেন? কিছু সময় আগেই অভিনয়ে হাত পাকিয়েছেন তিনি। এ ছাড়াও তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি বাংলার প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নিজের দিদি। সেই দেবশ্রীই এবার মাকে নিয়ে করলেন এক অভিযোগ। শুধু কি তাই? তিনি যে সঠিক বলেছেন সেই প্রামাণ্যতার জন্যও চাইলেন শুভশ্রীর সাহায্য। ব্যাপারটা কী? তবে খুলেই বলা যাক…
এক পোস্ট শেয়ার করেছেন দেবশ্রী। সেই পোস্টের মূল বক্তব্য, “মাকে মানুষ করতে কার কার সমস্যা হচ্ছে। এই মহিলা কিছু আমাদের কথা কিছু শুনতেই চান না।” শুভশ্রীকে ট্যাগ করে দেবশ্রীর বক্তব্য, “হ্যাঁ, এটা তো আমরা”। ভাববেন না মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ দুই বোনের! বেশ হাসিখুশি পরিবার তাঁদের। তবে ওই যে সেই বহুল প্রচলিত প্রবাদ— যত বয়স হয়, বাবা-মায়েরাও বাচ্চা হয়ে যায়। সেই একই সমস্যার মুখোমুখি দুই বোন। ‘অবাধ্য’ মা– বারণ শুনতে তিনি যে নারাজ!
কিছু দিন আগেই বড় অস্ত্রোপচার হয়েছে দেবশ্রীর। হাসপাতালেও ভর্তি ছিলেন। তবে এখন আগের থেকে ভাল আছেন অনেকটাই। আরজি কর কাণ্ডে পথে নেমে প্রতিবাদ জানাতে পারেননি তিনি। তবে মানসিক ভাবে উপস্থিত আছে প্রতিমুহূর্তে, সে কথা আগেই জানিয়েছিলেন টিভিনাইন বাংলাকে। দিদি নামতে না পারলেও শুভশ্রী কিন্তু আরজি কর কাণ্ডে প্রথম থেকেই সরব। পায়ে হেঁটে মিছিলে স্লোগান দিয়েছেন। সামাজিক মাধ্যমেও প্রতিনিয়ত রাখছেন নিজের বক্তব্য।
View this post on Instagram