দীপিকা কন্যা দুয়ার আটকাণ্ড, মেয়েকে নিয়ে নাজেহাল নায়িকা?
Dua Padukone Singh: কী কী কাণ্ড করে এখন সে বাড়িতে? এবার দুয়ার নয়, অন্য এক দম্পতির সন্তানের ছবি দিয়ে করা পোস্ট শেয়ার করে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন দুয়ার কাণ্ড।
সদ্য দুই থেকে তিন হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সেপ্টেম্বর মাসে কোল আলো করে দীপবীরের কন্যা এসেছে পরিবারে। তাকে নিয়েই এখন সময় কাটছে জুটির। সদ্য মেয়ের ছবিও এনেছেন সামনে। তাবে মুখ দেখাতে নারাজ এখনই। মেয়ের পায়ের ছবি শেয়ার করে সকলের সঙ্গে পরিচয় করালেন দীপিকা। সামনে আনলেন তার নামও। দুয়া পাড়ুকোন সিং। মেয়ের মুখ না দেখালেও তিনি এবার মেয়েকে নিয়ে বেশ কিছু তথ্য সকলের সঙ্গে শেয়ার করে নিলেন। চোখের সামনে তিলে তিলে বড় হয়ে উঠছে দুয়া। কী কী কাণ্ড করে এখন সে বাড়িতে? এবার দুয়ার নয়, অন্য এক দম্পতির সন্তানের ছবি দিয়ে করা পোস্ট শেয়ার করে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন দুয়ার কাণ্ড।
জানেন সেই তালিকায় ঠিক কী কী রয়েছে? ১) ‘গোটা হাত দিয়ে ও আমার একটা আঙুল ধরে থাকে’ ২) ‘মুখ হাঁ করে ঘুমোয়’, ৩) ‘ঘুম থেকে ওঠার পর হাত ছড়িয়ে আড়মোড়া ভাঙে’ ৪) ‘খিদে পেলে যেকোনও কিছুই মুখে দিয়ে দেয়’ ৫) ‘হাত মাথার উপর তুলে ঘুমোয়’ ৬) ‘মায়ের পেটের উপর গুটিয়ে শুয়ে ঘুমোয়’ ৭) ‘যা ইচ্ছে ধরে টানে’ ৮) ‘যে কোনও কিছুর মধ্যেই ঘুমিয়ে পড়তে পারে।’
দুয়া পাড়ুকোন সিং, অর্থাত্ প্রার্থনা। তবে এই নাম শুনে আবার খুশি নন দর্শকের একাংশ। এরই মধ্য়ে তৈরি হয়েছে বিতর্ক। তাঁদের মতে দুয়া আসলে একটি আরবি শব্দ। একজন হিন্দু হয়ে এই ধরনের নাম কেন রেখেছেন তাঁরা! মেয়ের নাম তো প্রার্থনাও রাখতে পারতেন। তবে কোনও বিতর্কেই কান দিতে রাজি নন তাঁরা। বরং সকলের সঙ্গে এই খবর শেয়ার করে নিলেন জুটি। এখন খুদেকে এক ঝলক দেখার অপেক্ষায় পলক গুনছেন সকলে।