Manmohan Singh Passes Away Live: রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় মনমোহন সিংকে
Manmohan Singh Live: শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মনমোহন সিংয়ের প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের তরফেও যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে।

প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর রাত ৯টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, রাজ্যপাল সিভি আনন্দ বোসও। শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মনমোহন সিংয়ের প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের তরফেও যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। মনমোহন সিংয়ের জীবনের নানা কাহিনী ও শেষকৃত্যের আপডেট দেখে নিন একনজরে
LIVE NEWS & UPDATES
-
নিগমবোধি ঘাটে উপস্থিত নরেন্দ্র মোদী, অমিত শাহ, সোনিয়া গান্ধী
নিগমবোধি ঘাটে আজ মনমোহন সিং-কে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ শীর্ষস্তরের রাজনৈতিক নেতা-নেত্রীরা।
-
তৈরি হবে মনমোহন সিং ‘মেমোরিয়াল’
কেন্দ্রের তরফে শুক্রবার রাতে এই বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, স্মৃতিসৌধের জন্য জায়গা চেয়ে কেন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন কংগ্রেস সভাপতি খাড়গে।
বিস্তারিত পড়ুন: তৈরি হবে মনমোহন সিং ‘মেমোরিয়াল’, জানিয়ে দিলেন অমিত শাহ
-
-
আকবর রোডে নিয়ে যাওয়া হল দেহ
আজ, শনিবার শেষকৃত্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর। শেষ শ্রদ্ধা জানাতে একে একে উপস্থিত হচ্ছেন বিশিষ্টজনেরা। আকবর রোডে নিয়ে যাওয়া হল দেহ।
-
‘এমন জায়গায় শেষকৃত্য করা হোক, যেখানে স্মৃতিসৌধ করা যাবে’, মোদীকে চিঠি কংগ্রেসের
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের আবেদন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তাঁর আবেদন, এমন জায়গায় শেষকৃত্য করা হোক, যেখানে স্মৃতিসৌধ করা যাবে। চিঠি লেখার আগে এদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনেও কথা বলেন খাড়্গে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কংগ্রেস।
বিস্তারিত পড়ুন: শনিবার মনমোহনের শেষকৃত্য, স্থান নিয়ে আবেদন জানিয়ে মোদীকে চিঠি খাড়্গের
-
‘বিদায় আমার বন্ধু, আমার ভাই মনমোহন’, লিখলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম। ১৯৯৮ সালে আনওয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল। দুর্নীতি-সহ একাধিক অভিযোগে তাঁকে জেলে যেতে হয়। সেইসময় মনমোহন সিং সাহায্যের হাত বাড়ান বলে জানান আনওয়ার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “আমার পরিবারের উপর থেকে চাপ কমাতে সন্তানদের স্কলারশিপ দিতে চেয়েছিলেন তিনি।”
বিস্তারিত পড়ুন: ‘তখন জেলে ছিলাম, আমার সন্তানদের জন্য…’, ‘বন্ধু’ মনমোহনের মহানুভবতার কথা লিখলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
-
-
মনমোহন সিংয়ের কোন ইচ্ছা অপূর্ণ রয়ে গেল?
- নানা সাফল্য পেলেও, অপূর্ণ রয়ে গিয়েছে মনমোহন সিংয়ের এক ইচ্ছা, যা নিয়ে সারা জীবনই অনুশোচনা প্রকাশ করেছিলেন তিনি।
- ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের (তৎকালীন অবিভক্ত ভারত) পঞ্জাব প্রদেশে গাহ-তে জন্মগ্রহণ করেন মনমোহন সিং।
- দেশভাগের পর তাঁর পরিবার ভারতে চলে আসে, কিন্তু জন্মভিটের স্মৃতি তাঁর মন থেকে কখনও যায়নি।
- মনমোহন সিংয়ের ইচ্ছা ছিল জন্মভিটে একবার দেখার। তবে পরিস্থিতি এমন ছিল যে তা অপূর্ণই রয়ে যায়।
-
মনমোহন সিংয়ের স্বাক্ষর ছিল ভারতীয় নোটে
- তিনি শুধু দেশের প্রধানমন্ত্রীই ছিলেন না। তার আগে সামলেছেন অর্থমন্ত্রীর দায়িত্বও।
- দায়িত্ব পালন করেছেন অর্থনৈতিক উপদেষ্টা, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর হিসাবেও।
- প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবন ও কেরিয়ার ছিল বেশ আকর্ষণীয়।
- জানেন কি, মনমোহন সিং-ই দেশের একমাত্র প্রধানমন্ত্রী, যার স্বাক্ষর রয়েছে দেশের মুদ্রায়?
- রাজনীতিতে প্রবেশের আগে তিনি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি আরবিআই-র গভর্নর ছিলেন তিনি।
- সেই সময় দেশের মুদ্রায় মনমোহন সিংয়ের স্বাক্ষর ছিল।
-
নম্রতার উদাহরণ ছিলেন মনমোহন: রামনাথ কোবিন্দ
প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মনমোহন সিং প্রসঙ্গে বলেন, “ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণ শুধু দেশের জন্য ধাক্কা নয়, আমার ব্যক্তিগত ক্ষতিও। আমি ওঁকে দীর্ঘদিন ধরে চিনতাম…উনি নম্রতার উদাহরণ ছিলেন।”
#WATCH | On the demise of former PM Dr Manmohan Singh, Former President Ram Nath Kovind says, ” The passing of Dr Manmohan Singh, is not just a setback for the nation but also a personal loss for me. I have known him for so long…he was an example of politeness…I believe that… pic.twitter.com/oOZje1NvtF
— ANI (@ANI) December 27, 2024
-
‘নির্বাক প্রধানমন্ত্রী’র কী জবাব দিয়েছিলেন মনমোহন সিং?
- প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শোকে বিহ্বল গোটা রাজনৈতিক মহল।
- মিতভাষী প্রধানমন্ত্রী ছিলেন অর্থনীতিবিদ। তাঁর হাত ধরেই দেশের অর্থনীতি ভেন্টিলেশন থেকে বেরিয়ে এসেছিল।
- প্রধানমন্ত্রী হিসাবে ১০ বছরের কেরিয়ারে মনমোহন সিংকে বিরোধীদের কটাক্ষের শিকার হতে হয়েছে। শুনতে হয়েছে, ‘নির্বাক প্রধানমন্ত্রী’, ‘কাঠপুতুল প্রধানমন্ত্রী’র মতো খোঁচা।
- লোকে বলে, আমি নীরব প্রধানমন্ত্রী ছিলাম। আমি মনে করি এই স্বর তাদের কথা তুল ধরে। আমি সেই প্রধানমন্ত্রী ছিলাম না যিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে ভয় পেতাম।
-
মনমোহন সিং-কে শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর
- প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- মনমোহন সিংয়ের বাসভবনেই তাঁর মরদেহ শায়িত রয়েছে।
- শ্রদ্ধার্ঘ জানাতে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
-
#WATCH | Delhi | Union Home Minister Amit Shah arrives at the residence of former PM Dr Manmohan Singh pic.twitter.com/Gvk7LbNY8e
— ANI (@ANI) December 27, 2024
-
আজই কি শেষকৃত্য মনমোহন সিংয়ের?
- প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে।
- আগামিকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে।
- সকাল ১১টায় ক্যাবিনেট বৈঠক বসবে।
- প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের সম্মানে কেরল সরকার সকল জেলা কালেক্টরদের জাতীয় পতাকা অর্ধনমিত করার নির্দেশ দিয়েছে। ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
-
মনমোহন কেন ছিলেন ‘অ্যাক্সিডেন্টাল’ প্রধানমন্ত্রী?
- ১০ বছর ধরে যাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেছে দেশ, সেই মনমোহন সিং – তাঁর নাকি প্রধানমন্ত্রী হওয়ার কথাই ছিল না।
- তাই তাঁর বায়োপিকের নামকরণ করা হয়, ‘ অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’।
- তাঁর নাম নিয়ে সেভাবে জল্পনাও ছিল না। হাই কমান্ডের ঘোষণায় চমকেই গিয়েছিলেন অনেকে।
- ২০০৪ সালে নতুন করে ক্ষমতায় আসে কংগ্রেস তথা ইউপিএ। দেশের ১৪ তম প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হওয়ার আগে ছিল জোর জল্পনা।
- গান্ধী পরিবারের ধারা বজায় রেখে সনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হবেন এমনটাই মনে করা হচ্ছিল। আবার জন্মসূত্রে ভারতীয় না হওয়ায় সনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হবেন কি না তা নিয়েও ছিল সন্দেহ।
- আচমকাই হাই কমান্ডের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী করা হল কংগ্রেস নেতা তথা দেশের অন্যতম বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং কে।
- অনেকেই বলেন প্রধানমন্ত্রী হওয়ার কথাই ছিল না, ঘটনাচক্রে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। তাই তিনি যেন অ্যাক্সিডেন্টাল প্রধানমন্ত্রী।
-
পথ প্রদর্শক হারালেন রাহুল
- প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ রাহুল গান্ধী।
- এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “মনমোহন সিংজি অপার প্রজ্ঞা ও সততার সঙ্গে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নম্রতা এবং অর্থনীতির গভীর উপলব্ধি জাতিকে অনুপ্রাণিত করেছিল। পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি একজন পরামর্শদাতা এবং পথ প্রদর্শককে হারালাম।”
- প্রিয়ঙ্কা গান্ধী লিখেছেন, ‘রাজনীতিতে খুব কম লোকই সর্দার মনমোহন সিংজির মতো সম্মানের অনুপ্রেরণা দেয়। তাঁর সততা সবসময় আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
-
শোকবার্তা মুখ্যমন্ত্রীর
- মনমোহন সিংয়ের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- তিনি লিখছেন, ‘মনমোহনজির আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি ওনার সঙ্গে কাজ করেছি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁকে খুব কাছ থেকে দেখেছি। তার পাণ্ডিত্য এবং প্রজ্ঞা ছিল প্রশ্নাতীত। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’
- বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার লিখছেন, ‘অত্যন্ত দুঃখজনক খবর। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থেকে শুরু করে দেশের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং দেশের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শোকের এই মুহূর্তে আমি তার পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
-
কী হয়েছিল মনমোহন সিংয়ের?
- বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ মনমোহন সিংকে তড়িঘড়ি দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
- হাসপাতাল সূত্রে খবর মেলে, প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা সঙ্কটজনক।
- প্রায় দুই ঘণ্টা পরে, রাত ৯ টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং।
- এইমস-র বিবৃতিতে জানানো হয়েছে, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
- বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর বাড়িতেই হঠাৎ তিনি সংজ্ঞা হারান।
- বাড়িতেই তাঁর সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয়।
-
প্রয়াত মনমোহন সিং
- প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
- মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
- বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ তাঁকে তড়িঘড়ি দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
- হাসপাতাল সূত্রে খবর মেলে, প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা সঙ্কটজনক।
- এর প্রায় দুই ঘণ্টা পরে, রাত ৯ টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং।
Published On - Dec 27,2024 7:34 AM
