দিন কয়েক আগের ঘটনা। অভিনেত্রী রশ্মিকা মন্দানার একটি ভিডিয়ো ভাইরাল হয়। অন্য এক মহিলার শরীরের সঙ্গে রশ্মিকার মুখ জুড়ে দিয়ে এমন এক ডিপফেক ভিডিয়ো তৈরি করা হয়েছিল, যে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলেই। যে ধরনের পোশাকে ওই ভিডিয়োতে রশ্মিকাকে দেখা গিয়েছিল এ যাবৎ তাঁকে ওই ধরনের পোশাক পরতে দেখা যায়নি। এ নিয়ে বিস্তর জলঘোলা হলেও এখনও সমস্যা মেটেনি। ফের অশ্লীলতার শিকার হলেন রশ্মিকা। ওই ভিডিয়োতেও দেখা যাচ্ছে স্বল্প পোশাক পরে নাচছেন রশ্মিকা। মুখে চোখে অদ্ভুত অভিব্যক্তি। তবে ওটি রশ্মিকা নন, সবই আদপে ডিপফেকের কারসাজি। ঘটনায় ভীষণই রেগে রশ্মিকার ভক্তরা। কেন বারংবার তাঁদের প্রিয় অভিনেত্রীকেই পড়তে হচ্ছে এমন সমস্যার মুখে? সে প্রশ্নই তুলেছেন তাঁরা।
প্রথম ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর মুখে খুলেছিলেন রশ্মিকা। তবে এবার আর তাঁকে মুখ খুলতে দেখা যায়নি। প্রসঙ্গত, রশ্মিকার প্রথম ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। শুধু বিগ-বিই নন, প্রতিবাদ করেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরও। ভিডিয়োর নেপথ্যে থাকা অপরাধীদের পাকড়াও করতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ। দিল্লি মহিলা কমিশনের পাঠানো নোটিসের ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআরও। ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় অভিযোগ জারি করা হয়েছে। এ সব সত্ত্বেও আবারও একটি ফেক ভিডিয়ো ভাইরাল। শুধু রশ্মিকা নন, ডুবতে পারেন আপনিও, তাই এখনই সাবধান হন। সতর্ক থাকুন, এই ডিপফেকের কবল থেকে।