AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলা ছবি বাঁচাতে মুখ্যমন্ত্রীকে চিঠি প্রসেনজিত্‍-দেবের, ডাকা হল জরুরি বৈঠক

বাংলারই সিনেমা হলে বাংলা ছবিকে কোণঠাসা করার গন্ধ পাওয়া যাচ্ছে কিছু বছর ধরেই। কিছু হিন্দি ছবির ডিসট্রিবিউটর শর্ত দেন, একটা বড় হিন্দি ছবি মুক্তির সময়ে সিঙ্গল স্ক্রিনে চারটে শো দিতে হবে হিন্দি ছবিকে। তারা বাংলা ছবির সঙ্গে শো ভাগ করবেন না। অগস্ট মাসে 'ওয়ার টু' মুক্তি পাবে। সঙ্গে আছে 'ধূমকেতু'। ক্রমশ বাংলা ছবির হাত থেকে প্রাইম টাইম শো ফসকে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, দেব, প্রযোজক শ্রীকান্ত মোহতা, প্রযোজন নিশপাল সিং রানে, পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় আর পরিচালক অভিনেতা সৃজিত মুখোপাধ্যায় সরাসরি চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে।

বাংলা ছবি বাঁচাতে মুখ্যমন্ত্রীকে চিঠি প্রসেনজিত্‍-দেবের, ডাকা হল জরুরি বৈঠক
| Updated on: Aug 06, 2025 | 7:21 AM
Share

বাংলারই সিনেমা হলে বাংলা ছবিকে কোণঠাসা করার গন্ধ পাওয়া যাচ্ছে কিছু বছর ধরেই। কিছু হিন্দি ছবির ডিসট্রিবিউটর শর্ত দেন, একটা বড় হিন্দি ছবি মুক্তির সময়ে সিঙ্গল স্ক্রিনে চারটে শো দিতে হবে হিন্দি ছবিকে। তারা বাংলা ছবির সঙ্গে শো ভাগ করবেন না। অগস্ট মাসে ‘ওয়ার টু’ মুক্তি পাবে। সঙ্গে আছে ‘ধূমকেতু’। ক্রমশ বাংলা ছবির হাত থেকে প্রাইম টাইম শো ফসকে যাচ্ছে।

এই পরিস্থিতিতে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, দেব, প্রযোজক শ্রীকান্ত মোহতা, প্রযোজন নিশপাল সিং রানে, পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় আর পরিচালক অভিনেতা সৃজিত মুখোপাধ্যায় সরাসরি চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে। খবর হল, এই চিঠি পাওয়ার পর মন্ত্রী অরূপ বিশ্বাসের তরফে একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে। নন্দন-এ ৭ তারিখ দুপুরে এই বৈঠক হওয়ার কথা।

চিঠিতে বাংলার দুই সবচেয়ে বড় তারকা লিখেছেন, ”আজ বাংলা চলচ্চিত্রের এক গভীর অসম্মানজনক পরিস্থিতিতে আপনার শরণাপন্ন হতে বাধ্য হচ্ছি আমরা। বাংলা সিনেমার তরফ থেকে একপ্রকার ভাষা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা।

বেশ কিছু বছর ধরে বড়-বড় হিন্দি ছবির রিলিজের সময় মুম্বইয়ের প্রযোজক-পরিচালকরা কঠোর শর্ত দিচ্ছেন বাংলার সিনেমাহলগুলোকে যে, সঙ্গে কোনও বাংলা ছবি চালালে, তারা হিন্দি ছবি চালাতে দেবেন না। মহারাষ্ট্রে, পাঞ্জাবে বা দক্ষিণ ভারতে তাঁরা এমন কোনও শর্ত দেওয়ার ধৃষ্টতা দেখান না। বাংলার ক্ষেত্রে আমাদের হল মালিকরা এই কারণেই বাংলা ছবি বাতিল করে ওই হিন্দি ছবি চালাতেই বাধ্য হচ্ছেন বারবার।

আপনি এই অসম্মানের লাগাম না ধরলে আমরা কোনওদিন মাথা তুলতে পারব না। নতুন বাংলা ছবি বারবার রিলিজের সময়ে হল না পেয়ে মুখ থুবড়ে পড়বে। এই বাংলা আমাদের, ভাষা আমাদের, বাংলা চলচ্চিত্র আমাদের অহংকার ও ঐতিহ্য। আপনার শরণাপন্ন আমরা। বাংলা সিনেমা দিনের যথাযথ প্রাইম টাইমে চালানোটা সারা বছর বাধ্যতামূলক হোক, আমাদের সব সিনেমা হলে। বাংলা সিনেমার সঙ্কটমোচন হোক বাংলার সর্বোচ্চ অভিভাবকের হাতে।”

সামনেই দেব অভিনীত ‘ধূমকেতু’ ছবির মুক্তি রয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপে কী সিদ্ধান্ত হয়, তার দিকে তাকিয়ে রয়েছে পুরো টলিউড।