পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সপ্তম দফা চলছে। আজ সোমবার দিনভর নির্বাচন চলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে। করোনা (covid 19) আতঙ্ককে সঙ্গী করেই সাধারণ মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। করোনার কারণে বাড়ি থেকে বেরতে বারণ করলেও আজ কিন্তু ভোট দিতে যেতে উৎসাহিত করেছেন দেব (Dev Adhikari)।
সোশ্যাল মিডিয়ায় সাধারণ কর্মী এবং অনুরাগীদের উদ্দেশ্যে সেই বার্তাই দিয়েছেন দেব। দেব টুইট করেছেন, ‘ভোট দিন। কে জিতবে সেটা বড় কথা নয়। কিন্তু বাংলার মানুষ হারতে পারেন না।’ তবে এলাকায় নির্বাচন না থাকলে করোনা পরিস্থিতির কারণে বাড়িতে থাকারই পরামর্শ দিয়েছেন দেব। তিনি লিখেছেন, ‘যদি আপনার এলাকায় নির্বাচন থাকে, তাহলে গিয়ে নিজের ভোট দিন। আজকে বাড়ি থেকে বেরনোর জন্য আপনাকে রাজনীতিবিদ হতে হবে না। আজ আপনিই রাজনীতিবিদ তৈরি করতে পারবেন।’
এর আগে দেব টুইট করেছিলেন, ‘বাইরে বেরলে অবশ্যই মাস্ক পরুন। আপনি রাজনীতিবিদ না হলে অপ্রয়োজনে বাইরে বেরবেন না (আমাদের দেশে শুধু ওঁরাই নিয়ম তৈরি করেন এবং ভাঙেন)। সুস্থ থাকুন।’ এই বক্রোক্তি নির্দিষ্ট কোনও ব্যক্তি রাজনীতিকের জন্য কি না, তা অবশ্য খোলসা করেননি দেব। তিনি নিজেও রাজনীতিবিদ। ফলে এই ধরনের তির্যক মন্তব্যের আঁচ যে তার গায়েও লাগতে পারে, সে সম্ভবনা উড়িয়ে দেননি অনুরাগীরা। আজ সেই প্রসঙ্গ টেনেই এই মন্তব্য করেছেন বলে মনে করছেন অনুরাগীরা।
আরও পড়ুন, Oscars 2021: অস্কারের মঞ্চে ইরফান খান এবং ভানু আথাইয়াকে স্মরণ
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর থেকেই দলীয় প্রার্থীদের হয়ে বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছিলেন দেব। করোনা (covid 19) ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগে তিনি প্রতিটি প্রচার সভায় গিয়ে মাস্ক পরার অনুরোধ করছিলেন। আজও কিন্তু সেই অনুরোধ থেকে পিছিয়ে আসেননি। পাশাপাশি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগেরও বার্তা দিয়েছেন।