পুনম ধিঁলোর বাড়িতে লক্ষ লক্ষ টাকা চুরি! কী কাণ্ড করলেন রঙের মিস্ত্রী?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 09, 2025 | 9:52 AM

লক্ষ লক্ষ টাকা খোয়ালেন অভিনেত্রী পুনম ধিঁলো। বাড়িতে রং করানোই কাল হল নায়িকার। খোয়া গিয়েছে ১ লক্ষ টাকার হিরের দুল। নগদ ৩৫০০০ টাকা, ৫০০ মার্কিন ডলার। হাতে নাতে ধরাও পড়েছে সে। ৩৭ বছর বয়সী অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুনম ধিঁলোর বাড়িতে লক্ষ লক্ষ টাকা চুরি! কী কাণ্ড করলেন রঙের মিস্ত্রী?

Follow Us

লক্ষ লক্ষ টাকা খোয়ালেন অভিনেত্রী পুনম ধিঁলো। বাড়িতে রং করানোই কাল হল নায়িকার। খোয়া গিয়েছে ১ লক্ষ টাকার হিরের দুল। নগদ ৩৫০০০ টাকা, ৫০০ মার্কিন ডলার। হাতে নাতে ধরাও পড়েছে সে। ৩৭ বছর বয়সী অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পিটিআই সূত্রে জানানো হয়েছে, অভিযুক্ত সমীর আনসারিকে অভিনেত্রীর খার এলাকার ফ্ল্যাট রঙ করতে দেওয়া হয়েছিল। ৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা ছিল তাঁর। সেই ফ্ল্যাটেই একটি খোলা আলমারি ছিল। সেখান থেকেই সব চুরি করেছিল সমীর।

চুরির কিছু টাকা ইতিমধ্যে খরচও করে ফেলেছেন তিনি। তাঁর দলের বাকি সদস্যদের খাওনোর জন্য ৯হাজার টাকা খরচ করেন অভিযুক্ত। তাঁর থেকে ২৫ হাজার টাকা, ৫০০ মার্কিন ডলার ও হিরের কানের দুল উদ্ধার করা হয়েছে। গত ৫ জানুয়ারি অভিনেত্রীর ছেলে দুবাই থেকে ফেরার পর তাঁর ম্যানেজার সন্দেশ চৌধুরি পুলিশে চুরির অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত, অঁভিনেত্রী বেশির ভাগ সময় জুহুর বাড়িতেই থাকেন। ছেলে মাঝে মাঝে ওই খার অঞ্চলের ফ্ল্যাটে থাকেন। এই ঘটনার পর বিএনএস সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি তদন্ত চলছে।

Next Article