একটা সময় এমন ছিল প্রেমের গান মানেই ডাক পড়ত শিল্পী কুমার শানুর। গায়কের ঝুলিতে রয়েছে একের পর এক হিট রোম্যান্টিক গান। শুধু যে তিনি নিজের কণ্ঠের মাধ্যমেই সকলের মন জয় করেছিলেন তা নয়। শিল্পী কুমার শানু আদপে আদ্যোপান্ত একজন প্রেমিক মানুষ ছিলেন। ইন্ডাস্ট্রিতে বলা হয় এমনটাই। যদিও প্রতিষ্ঠিত হওয়ার আগেই রীতা ভট্টাচার্যর সঙ্গে বিয়ে সেরেছিলন গায়ক। কিন্তু সে বিয়ের যে খুব সুখের হয়েছিল তেমনটা নয়।
‘আশিকি’ ছবির জনপ্রিয়তা বদলে দিয়েছিল গায়কের জীবন। গায়কের জীবনে একাধিক নারীসঙ্গ তখন টিনসেল টাউনের মুখরোচক আলোচনা হয়ে ওঠে। যে কারণে নাকি রীতার সঙ্গে বিয়ে ভেঙেছিল গায়কের। শোনা যায় মীনাক্ষী শেষাদ্রির জন্যই ঘর ভাঙে গায়কে। যদিও শুধু মীনাক্ষি নন সেই তালিকা নাকি লম্বা। কুমার শানু নাকি অভিনেত্রী কুনিকা সদানন্দের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। সে সময় কুনিকাকে বহু পার্শ্ব চরিত্রে দেখেছেন দর্শক। শোনা যায়, তাঁরা নাকি লিভ ইনে থাকতেন।
সম্প্রতি একটি সাক্ষাত্কারে কুনিকা জানিয়েছেন, ভাই-বোনেদের নিয়ে শানু উটিতে ছুটি কাটাতে গিয়েছিলেন। সে সময় রীতার সঙ্গে খুব একটা শান্তিতে দিন কাটছিল না তাঁর। অসুখী দাম্পত্যের জেরে জানালা থেকে ঝাঁপ দিতে গিয়েছিলেন শানু। তখনই তাঁকে বাঁচান কুনিকা। সেখান থেকেই তাঁদের সম্পর্ক আরও জোড়াল হয়। কুনিকা আরও জানান, তখন থেকেই স্ত্রীয়ের সঙ্গে দুরত্ব তৈরি হয় এবং আরও কাছাকাছি আসেন তাঁরা। সে সময় গায়ক তাঁর স্ত্রী ও সন্তানদের টাকা পয়সা দেওয়াও বন্ধ করে দিয়েছিলেন। কুনিকা এবং শানুর প্রেম টিকেছিল পাঁচ বছর।
সে সময় কুনিকার গাড়ির কাচ হকি স্টিক দিয়ে ভেঙে দিয়েছিলেন রীতা। তার পর অবশ্য আবার বিয়ে শানু। তখন রীতা অন্ত্বঃসত্ত্বা। শালোনিকে বিয়ে করেন গায়ক। তাঁদের দুটি কন্যা সন্তান রয়েছে। শালোনিকে নিয়ে শানুর এখন সুখের সংসার।