AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১০১ থেকে ৭৬! ২৫ কেজি ওজন কীভাবে কমালেন দিব্যজ্যোতি?

সৃজিত মুখোপাধ্যায়ের নতুন  ছবি 'লহো গৌরাঙ্গের নাম রে'-র জন্য চেহারায় পরিবর্তন আনছেন দিব্যজ্যোতি দত্ত, সে কথা আগেই জানিয়েছিলেন TV9 বাংলার সাক্ষাত্‍কারে। এক্সারসাইজের ধরন বদলেছেন। তাঁর সঙ্গে ডায়েটে পরিবর্তন এনেছেন। রেজাল্ট কেমন হলো?

১০১ থেকে ৭৬! ২৫ কেজি ওজন কীভাবে কমালেন দিব্যজ্যোতি?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2025 | 8:44 AM

সৃজিত মুখোপাধ্যায়ের নতুন  ছবি ‘লহো গৌরাঙ্গের নাম রে’-র জন্য চেহারায় পরিবর্তন আনছেন দিব্যজ্যোতি দত্ত, সে কথা আগেই জানিয়েছিলেন TV9 বাংলার সাক্ষাত্‍কারে। এক্সারসাইজের ধরন বদলেছেন। তাঁর সঙ্গে ডায়েটে পরিবর্তন এনেছেন। রেজাল্ট কেমন হলো?

ছবি শুরু সপ্তাহে দিব্যজ্যোতি জানালেন, ১০১ কোজি ওজন ছিল তাঁর। সেখান থেকে ওজন কমে এখন ৭৬ হয়েছে। চেহারায় যাতে মাসেল কোনওভাবে বোঝা না যায়, সেই চেষ্টা করছেন। তা হলে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রের সঙ্গে তা মানানসই হবে না। এরপর যে সত্যি দিব্যজ্যোতি সামনে আনলেন, তা তারিফ করার মতো। তিনি এখন দিনে একবার করেই খাচ্ছেন। সলিড খাবার দুপুরে একবার খেয়ে নিচ্ছেন। দিনের বাকি সময়ে লিকুইড কিছু খাচ্ছেন। অভিনেতার কথায়, ”এর বাইরে আমি চরিত্রটা নিয়ে পড়াশোনা করছি। এই চরিত্র করা বেশ কঠিন। তাই আমি যতটা পারি প্রস্তুতি নিচ্ছি। এই চরিত্র ভালো করে ফুটিয়ে তোলার পুরো চেষ্টা করব।”

লক্ষণীয় দিব্যজ্যোতির জন্য এটা বড় ব্রেক। এই চেহারায় পরিবর্তন তাঁকে আনতে হয়েছে ধারাবাহিকে কাজ করতে-করতেই। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয়। সেখানে সূর্যর চরিত্রে দেখা যায় দিব্যজ্যোতিকে। বহুবার বেঙ্গল টপার হয়েছে সেই ধারাবাহিক। যে কারণে বেশ কিছু ধারাবাহিক কয়েক মাসে বন্ধ হয়ে গেলেও, এই ধারাবাহিক শেষ হওয়ার কথা ঘোষণা করা হয়নি এখনও। দিব্যজ্যোতি অভিনীত দু’ টো মিউজিক ভিডিয়ো ভীষণ জনপ্রিয় হয়েছিল কিছু দিন আগে। এই ছবির পর দিব্যজ্যোতিকে নিয়মিত বাংলা ছবিতে দেখা যাবে কিনা, সেটা দেখার অপেক্ষা।