অভিষেকের সঙ্গে বিয়ের আগে ঐশ্বর্যকে নিয়ে নির্জন দ্বীপে যেতে চেয়েছিলেন তাঁর হবু শ্বশুরমশাই অমিতাভ বচ্চন

Amitabh-Aishwarya: সেই সময় ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে অভিষেকের বিবাহের সম্ভাবনার কথা কারও মাথাকেই আসেনি। একসঙ্গে কাজও করেননি তাঁরা।। তখনও তৈরি হয়নি 'গুরু'র মতো ছবি। 'কৌন বানেগা ক্রোড়পতি'র সেটে এক প্রতিযোগী অমিতাভকে প্রশ্ন করেছিলেন, কোনও অভিনেত্রীকে নিয়ে নির্জন দ্বীপে যাবেন অমিতাভ। একটুও না ভেবে, অমিতাভ নাম নিয়েছিলেন ঐশ্বর্যর। বলেছিলেন, ঐশ্বর্যকে নিয়েই একটি নির্জন দ্বীপে যেতে অমিতাভ।

অভিষেকের সঙ্গে বিয়ের আগে ঐশ্বর্যকে নিয়ে নির্জন দ্বীপে যেতে চেয়েছিলেন তাঁর হবু শ্বশুরমশাই অমিতাভ বচ্চন
অমিতাভ-ঐশ্বর্য।
Follow Us:
| Updated on: Feb 09, 2024 | 3:49 PM

হিন্দির জনপ্রিয় গেম শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করার সময় এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এক প্রতিযোগীর সঙ্গে রঙ্গ রসিকতা করছিলেন অমিতাভ। সেই সময় তাঁর পুত্র অভিষেক বচ্চন বিবাহিত নন। করিশ্মা কাপুর না রানী মুখোপাধ্যায়, কে হতে চলেছেন বচ্চন পরিবারের পুত্রবধূ, হতে চলেছেন অভিষেকের স্ত্রী, তাই নিয়ে তাঁদের মনে ছিল নানা প্রশ্ন। অমিতাভের পছন্দ ছিলেন করিশ্মা এবং জয়… চাইতেন বাঙালি সম্প্রদায় থেকেই পুত্রবধূ ঘরে আনবেন। তিনি পছন্দ করতেন রানীকে।

সেই সময় ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে অভিষেকের বিবাহের সম্ভাবনার কথা কারও মাথাকেই আসেনি। একসঙ্গে কাজও করেননি তাঁরা।। তখনও তৈরি হয়নি ‘গুরু’র মতো ছবি। ‘কৌন বানেগা ক্রোড়পতি’র সেটে এক প্রতিযোগী অমিতাভকে প্রশ্ন করেছিলেন, কোনও অভিনেত্রীকে নিয়ে নির্জন দ্বীপে যাবেন অমিতাভ। একটুও না ভেবে, অমিতাভ নাম নিয়েছিলেন ঐশ্বর্যর। বলেছিলেন, ঐশ্বর্যকে নিয়েই একটি নির্জন দ্বীপে যেতে অমিতাভ।

তারপরই ২০০৭ সালে জানা যায়, অভিষেক প্রেম প্রস্তাব দিয়েছেন ঐশ্বর্যকে। এবং তাঁকে বিয়ে করার কথাও বলেছেন। সেই একই সালে ঘটা করে বিয়ে হয় দুই তারকার। অমিতাভ হয়ে যান সম্পর্কে ঐশ্বর্যর শ্বশুরমশাই। সেই ঐশ্বর্যকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করেছেন অমিতাভ। ‘মহব্বতেঁ’-এর মতো ছবিতে তাঁরা বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আগে। এক সাক্ষাৎকারে সিমি গারেওয়ালকে ঐশ্বর্য, জানিয়েছিলেন কন্যা শ্বেতার জায়গায় চলে এসেছেন ঐশ্বর্য। শ্বেতার বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে কন্যার অভাব ছিল। সেই শূন্যস্থানে বসে পড়েন ঐশ্বর্য। ঐশ্বর্যকে দেখলে অমিতাভের চোখ নাকি চিকচিক করে ওঠে, মনে হয় তিনি শ্বেতাকেই দেখছেন। সিমিকে একথাও বলেছিলেন জয়া।