কখনও ডিম, কখনও ম্যাগি, রকমারি পোশাক বানিয়ে কত কোটির মালিক উরফি?
Urfi Javed: এক এক সময় বিশ্বাসই করতে পারেন না নেটিজ়েনরা, ইনি উরফি জাভেদ, কারণ চেনাই যায় না তাঁকে। আজব-আজব পোশাকে বিতর্কের কেন্দ্রে নাম লিখিয়েছেন তিনি।
উরফি জাভেদ এখন যথেষ্ট জনপ্রিয়। গোটা দেশ তাঁকে এক কথায় ভাইরাল কুইন নামেই চেনেন। তাঁর ছকভাঙা পোশাক কখনও প্রশংসা কুড়িয়েছে, কখনও আবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। অধিকাংশ সময়ই তাঁর পোশাক দেখে রীতিমত সকলের চোখ ওঠে কপালে। এক এক সময় বিশ্বাসই করতে পারেন না নেটিজ়েনরা, ইনি উরফি জাভেদ, কারণ চেনাই যায় না তাঁকে। আজব-আজব পোশাকে বিতর্কের কেন্দ্রে নাম লিখিয়েছেন তিনি।
উরফি জাভেদ, ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের প্রতিটা পোস্টে কিছু না কিছু নতুন চমক থাকে। যার জন্য তাঁর গোটা টিম খেটে চলেছে রাতদিন। সম্প্রতি একাধিক শো-তেও উপস্থিত হতে দেখা যাচ্ছে ভাইরাল কুইন উরফি জাভেদকে। তাঁর প্রতিটা লুকই রাতারাতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। দীর্ঘ চর্চিত এই লুকে বারে বারে কটাক্ষের শিকার হলেও তিনি তাঁর যুক্তিতে স্পষ্ট, তাঁর যা ইচ্ছে তিনি তাই পরবেন। তার বাইরে কেউ তাঁকে কোনও উপদেশ দিলে শুনতে নারাজ উরফি জাভেদ। তবে স্পষ্ট কথা বলতে কখনই পিছপা হন না তিনি। বরাবরই তাঁর মন্তব্যকে কেন্দ্র করে উঠে আসতে দেখা যায় চর্চায়। নিজের ফ্যাশন স্টেটমেন্ট তিনি পাল্টে ফেলতে নারাজ। তা তিনি স্পষ্ট জানিয়ে দিতে দ্বিতীয়বার ভাবেন না। একবার উরফি নিজেই জানিয়েছিলেন, ট্রোল নিয়ে মাথা ঘামাতে চান না তিনি, কারণ একটাই, এখন থেকেই তাঁর মূলত আয় হয়।
তবে উরফিকে যখনই তাঁর আয় নিয়ে প্রশ্ন করা হয়, তখনই তিনি বলেন এভাবে তো চলতে পারে না, ভাল কাজ পেতে হবে। তবে এই ভাইরাল পোশাকই যেন তাঁর কাছে আশীর্বাদ। নিত্য চর্চায় থেকেছেন তিনি। ডাক পেয়েছেন রিয়্যালিটি শো থেকে। সম্প্রতি আমাজন প্রাইম-এ জায়গা করে নিয়েছে তাঁর জার্নি। ডাক পাচ্ছেন বহু ফোটোশুট বিজ্ঞাপন থেকে। আর সেই ভাইরাল হওয়ার জোরেই এখন তিনি মোটের ওপর ১৭৩ কোটির মালকিন (২০২৩)। আয় তাঁর নেহাতই কম হয় না।