এমনটা শোনা যায়, অক্ষয় কুমারের সঙ্গে নাকি প্রেমের সম্পর্ক ছিল রবিনা ট্যান্ডনের। ‘টিপটিপ বরসা পানি’ থেকে শুরু করে আরও অনেক গানে এবং সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অক্ষয়-রবিনা। তাঁদের জুটিকে বেশ পছন্দ করতেন দর্শক। ফলে অনেকের ধারণা তৈরি হয়েছিল, তাঁদের পর্দার কেমিস্ট্রিও ব্যক্তিজীবনে ফাগুন ধরিয়ে দেবে। সে সম্পর্ক যাই থাক না কেন, পরবর্তীকালে পথ আলাদা হয়ে গিয়েছে অক্ষয়ের-রবিনার। শোনা যায়, বেশ তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল তাঁদের। হাতাহাতি পর্যন্ত হয়েছিল। ঠিক কোন কারণে এত তিক্ততার জন্ম হল?
কারণের নাম রেখা। শোনা যায়, রেখার সঙ্গে সম্পর্ক জমজমাট পর্যায়ে যাওয়ার পরই নাকি রবিনার সঙ্গে বিশ্রী সম্পর্ক তৈরি হয়েছিল অক্ষয় কুমারের। তাঁদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়েছিল। সেই কথা কাটাকাটি হাতাহাতি পর্যায় চলে যায় সেটের মধ্যেই। সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রবিনা। দুই অভিনেতার এমন স্বরূপ দেখে পরিচালক-প্রযোজক সকলের মাথাতেই হাত পড়ে গিয়েছিল।
অক্ষয়ের উপর রাগ করে আবার প্রাক্তন প্রেমিকের কাছে চলে গিয়েছিলেন রবিনা। তাঁর সেই প্রাক্তনের নাম কমল সাদানা। হঠাৎ করে রবিনার তাঁর জীবনে চলে আসায় চওড়া হাসি ফুটেছিল কমলের মুখে। তিনি বলেছিলেন যে, রবিনা নাকি তাঁর খুবই ভাল বন্ধু। বলেছিলেন, “রবিনার দুঃখ একমাত্র আমিই বুঝতে পারি। ফলে বারবার ওকে আমার কাছেই ছুটে আসতে হয়।”