হেলিকপ্টারে চেপে নাকি অটোগ্রাফ দিতে এসেছিলেন কুমার শানু, জানিয়েছেন শাহিদ কাপুর

Sneha Sengupta |

Feb 07, 2024 | 10:35 AM

Shahid Kapoor: শাহিদ এও জানিয়েছিলেন, সেই সময় মারাত্মক ব্যস্ত ছিলেন শানু। সব জায়গায় হেলিকপ্টারে করে যাতায়াত করতেন তিনি। গানের শুটিং করতে এসেছিলেন হেলিকপ্টারে চেপেই। তিনটি গান করেছিলেন, অটোগ্রাফ দিয়েছিলেন এবং ফেরত চলে গিয়েছিলেন।

হেলিকপ্টারে চেপে নাকি অটোগ্রাফ দিতে এসেছিলেন কুমার শানু, জানিয়েছেন শাহিদ কাপুর
কুমার শানু।

Follow Us

‘ইশক বিশক’ ছবির মাধ্যমে সিনেমা জগতে পা রেখেছিলেন বলিউড তারকা শাহিদ কাপুর। সেই ছবিতে গান গেয়েছিলেন কুমার শানু। তার আগে একটি মিউজ়িক ভিডিয়োতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। গান গেয়েছিলেন শানু এবং তাতে পারফর্ম করেছিলেন শাহিদ।

সম্প্রতি একটি রিয়্যালিটি শোতে এসেছিলেন শাহিদ এবং বলিউড অভিনেত্রী কৃতি শ্য়ানন। তাঁদের আসন্ন ছবি ‘তেরি বাতোঁ মে অ্যাসা উলঝা জিয়া’র গেয়েছিলেন তাঁরা। বিচারকের আসনে বসেছিলেন কুমার শানু। তাঁকে দেখেই নস্ট্যালজিক হয়ে পড়েন শাহিদ। রিয়্যালিটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে শেয়ার করেন এমন কথা। শাহিদ বলেন, “আমরা একটি মিউজ়িক ভিডিয়োতে একসঙ্গে কাজ করেছিলাম। শুটিংয়ের সময় কুমার শানু হেলিকপ্টারে করে এসে অটোগ্রাফ দিয়ে আবার ফেরত চলে গিয়েছিলেন।” শাহিদ এও জানিয়েছিলেন, সেই সময় মারাত্মক ব্যস্ত ছিলেন শানু। সব জায়গায় হেলিকপ্টারে করে যাতায়াত করতেন তিনি। গানের শুটিং করতে এসেছিলেন হেলিকপ্টারে চেপেই। তিনটি গান করেছিলেন, অটোগ্রাফ দিয়েছিলেন এবং ফেরত চলে গিয়েছিলেন।

শাহিদের ছবির গানের সঙ্গে পা মিলিয়েছেন শানু। কেবল তাই নয়, নাগিন ডান্স করেছেন তিনি। তা দেখে মজা পেয়েছেন শাহিদ এবং কৃতি।

Next Article