মন্নত, শাহরুখ খানের প্রাসাদ। যেখানে বাদশা থাকেন। বলিউডের কিং-এর বাসস্থান। বর্তমানে মুম্বই নগরীর এটা একটা পর্যটন স্থানে পরিণত হয়েছে। ২০০ কোটির এই বাংলো যেন একবার চোখে না দেখলে শান্তি স্বস্তি নেই যেন তাঁর ভক্তদের। বাইরে থেকে সেভাবে বোঝা না গেলেও ভেতরে বিশাল প্রাসাদ, যে ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে সর্বত্র। অনেকেই মুম্বইতে গিয়ে চেষ্টা করেন একবার হলেও মন্নতের সমানে ছবি তোলার। শাহরুখ খানের বাড়ির সামনে নিত্য হাজার হাজার ভক্তদের ভিড় থাকে। তিনি কখন বেরবেন, কখন ঢুকবেন, সব বিষয় নজর রেখে চলেছে তাঁর ভক্তরা। আর ঘড়ি ধরে কিং যখন বাড়ির সামনে খোলা অংশে এসে দাঁড়ান, সকলের উচ্ছ্বাস থাকে দেখার মতো।
তবে জানেন কি ২০০ কোটির এই চর্চিত শাহরুখের বাংলো একটা সময় কেউ চিনতেনই না। এটি ছিল এক ব্যবসায়ীর বাংলো। ইয়েস বস ছবির সময় প্রথম ক্যামেরার সামনে আসে সেই বাংলো। যা দেখা মাত্রই মন জয় করেছিল শাহরুখ খানের। তিনি তখনই স্থির করেছিলেন এই বাংলোর মালিক একদিন তিনি হবেন। তারপর শুরু হয় লড়াই। টাকা জমাতে থাকেন কিং খান। আর মাত্র কয়েকবছরের মধ্য়েই তিনি তা নিজের দখলে করে নেন। ১৩.২৩ টাকা দিয়ে তিনি সেই বাংলো কিনে ফেলেছিলেন। এর আগের নাম ছিল ভিলে ভিয়েনা। বর্তমানে যার মূল্য ২০০ কোটি। তবে বাংলো কিনেই তিনি তা সাজিয়ে তুলতে পারেনি। তিলে তিলে তা গড়ে তুলেছিলেন গৌরী খান। কমে, সস্তায় জিনিস কিনে, তা দিয়ে ঘর সাজাতে শুরু করেছিলেন তিনি।