‘হে বেবি’ ছবিতে আকর্ষণ ছিল সেই মিষ্টি বাচ্চা মেয়েটি। একরত্তি মেয়েটিকে দেখানো হয় দুই অভিনেতা অক্ষয় কুমার এবং বিদ্যা বালনের কন্যার চরিত্রে। যাঁকে ‘অ্যাঞ্জেল’ নাম দেওয়া হয় ছবিতে। খুদে শিল্পীকে নিয়ে ছবির তারকা এবং কলাকুশলীরা তো বটেই, দর্শকের মধ্যেও উন্মাদনা তৈরি হয় বিপুল।
এমন মন ভোলানো মিষ্টি দেখতে বাচ্চাকে কে না ভালবাসবে। সেই ছোট্ট অ্যাঞ্জেলের আসল নাম কী? সে মেয়ে না ছেলে? কেমন দেখতে হয়েছে? ‘হে বেবি’ ছবিতে ছোট্ট অ্য়াঞ্জেলের নাম জুয়ানা সাংঘি। ‘হে বেবি’ শুটিংয়ের সময় তাঁর বয়স ছিল মাত্র ১৭ মাস। অক্ষয়কুমার ছাড়াও ছবিতে অভিনয় করে হৃতেশ দেশমুখ, ফারদিন খান। ছবির গল্পে এই তিন অভিনেতা দরজার বাইরে পান অ্যাঞ্জেলকে।
তারপর শুরু হয় ছবির গল্প। ছবির মুক্তির ১৭ বছর কেটে গিয়েছে। টুইটারে মিলেছে বর্তমান জুয়ানার ছবি। বন্ধদের সঙ্গে নাইটক্লাবে গিয়েছিলেন তিনি। সেই একই হাসি আছে তাঁর। ২৩ বছর বয়স এখন। জুয়ানার ছবি ইন্টারনেটে ছড়াতেই হইচই পড়ে যায়। ‘হে বেবি’ কেমন দেখতে হয়েছে, তাই নিয়ে কৌতূহল তৈরি হয়। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে মুম্বইতেই থাকে জুয়ানা। কিন্তু তাঁর সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির আর তেমন সম্পর্ক নেই। তবে ছোট্ট অ্যাঞ্জেল রাজ করছে মানুষের মনে। একটা ছবিতে অভিনয় হয়েছে তো কী!