ঋতুকালীন যন্ত্রণা প্রায় অনেক মহিলাদের অনেক মাসে সহ্য করতে হয়। এই সমস্যার জন্য অনেকেই সেই কয়েকটা দিন বাড়ি থেকে বেরোতে পারেন না। এই পিরিয়ডসের সমস্যা নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা গোবিন্দার মেয়ে টিনা আহুজা। তাঁর দাবি, ঋতুকালীন যন্ত্রণা নাকি শুধুমাত্র মুম্বই, দিল্লির মতো বড় বড় শহরের মেয়েদের হয়ে থাকে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে একটি সাক্ষাত্কারে। মা সুনীতা আহুজার সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এমনই একটা কথা বলতে গিয়ে টিনা বলেন, “আমি জীবনের বেশির ভাগ সময়টা কাটিয়েছি চণ্ডীগঢ়ে এবং আমি এই ঋতুকালীন যন্ত্রণার কথা শুনেছি শুধু মাত্র মুম্বই ও দিল্লির মেয়েদের কাছে।” শুধু তাই নয়, টিনা দাবি করেন, এই যন্ত্রণা আসলে এক ধরনের মানসিক সমস্যা। একজনের থেকে অন্য জনের মধ্যে ছড়িয়ে যায়। টিনা বলেন, “অনেক সময়ই দেখা যায় কোনও একজন নিজের যন্ত্রণার কথা বলতে থাকলে অন্যজনও ওই বেদনা অনুভব করতে শুরু করেন। এটা মানসিক। পঞ্জাব বা অন্য ছোট শহরের মহিলারা অনুভবই করতে পারেন না, কবে তাঁদের ঋতুস্রাব শুরু হল, কবে ঋতুবন্ধ হয়ে গেল। কিছু যেন বুঝতেই পারেন না।”
সেই সঙ্গে টিনার দাবি বর্তমান যুগে মহিলাদের খাদ্য়াভ্যাসের জন্য এই যন্ত্রণা হতে পারে। তিনি জানান, তাঁর শরীর ভীষণ ভাবে দেশি। তাই এই ধরনের কোনও ব্যথাই অনুভব করেন না। তাহলে যাঁদের পেট যন্ত্রণা করে তাঁদের কী করা উচিত? টিনা বলেন, “ঘি খাও, খাদ্যাভ্যাস বদলাও, অকারণ ডায়েট না করে ভাল করে ঘুমোও, সব ব্যথা ভাল হয়ে যাবে। বেশির ভাগ মেয়েই সমস্যায় পড়ে তাদের খাদ্যাভ্যাস সংক্রান্ত সংস্কারের কারণে।” টিনার কথায় সহমত পোষণ করেন তাঁর মা-ও। তবে টিনার কথা শুনে চটেছেন অনেকেই।