AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মায়ের কোন কথা রাখতে পারেননি শ্রীদেবী? ফাঁস করেন কমল হাসান

কমল হাসান ‘দ্য ২৮টি অবতারস অফ শ্রীদেবী’-এই শিরোনামে লেখাটি লেখেন। অভিনেত্রীর জন্য আয়োজিত একটি স্মরণসভায় কমল নিজেই এটা পড়েছিলেন।

মায়ের কোন কথা রাখতে পারেননি শ্রীদেবী? ফাঁস করেন কমল হাসান
| Edited By: | Updated on: Jul 31, 2025 | 4:54 PM
Share

‘সদমা’ ছবিতে শ্রীদেবী এবং কমল হাসানের অভিনয় আজও দর্শক মনে রেখেছেন। তাঁদের জুটির রসায়ন নিয়ে কথাও হয় সেই সময়। ভক্তরাই শুধু তাঁদের পর্দায় রসায়ন নিয়ে উৎসাহী ছিলেন না, শ্রীদেবীর মা রাজেশ্বরী ইয়াঙ্গারেরও খুব পছন্দের জুটি ছিলেন তাঁরা। এমনকী তিনি নাকি চাইতেন কমলের সঙ্গে বিয়ে হোক মেয়ে শ্রীদেবীর। রাজেশ্বরী এই প্রস্তাব প্রায়ই দিতেন কমল হাসানকে। কিন্তু অভিনেতা রাজি হননি বিয়ে করতে শ্রীদেবীকে, কারণ তাঁর বক্তব্য তিনি তাঁর পরিবার বলে যাকে মনে করেন, তাঁকে বিয়ে করতে পারবেন না। শ্রীদেবী প্রয়াত হওয়ার পর তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁকে নিয়ে একটি লেখা লেখেন কমল। সেখানেই তিনি এই তথ্য ফাঁস করেন।

কমল হাসান ‘দ্য ২৮টি অবতারস অফ শ্রীদেবী’-এই শিরোনামে লেখাটি লেখেন। অভিনেত্রীর জন্য আয়োজিত একটি স্মরণসভায় কমল নিজেই এটা পড়েছিলেন। অভিনেতা সেখানেই উল্লেখ করেন যে শ্রীদেবী এবং তিনি এতটাই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন যে তাঁর মা প্রায়ই তাঁকে তাঁর মেয়েকে বিয়ে করতে বলতেন। তবে তিনি রাজি হননি কোনওদিনই। মাত্র ১৩ বছর বয়স যখন শ্রীদেবীর প্রথম আলাপ কমলের সঙ্গে তামিল ছবি ‘মুন্দ্রু মুদিচু’-র সেটে।

১৯৭৬ সালে যখন সবে শ্রীদেবী সিনেমা জগতে প্রবেশ করেছেন, সেই সময় থেকেই আলাপ দুইজনের। এই তামিল ছবির সহকারী পরিচালক হিসেবে কমলের দায়িত্ব ছিল অভিনেত্রীর সঙ্গে সিনেমা নিয়ে চর্চা করা। আর সেখান থেকেই শুরু তাঁদের বন্ধুত্ব। তবে শ্রীদেবী যতদিন বেঁচেছিলেন কমলকে খুব শ্রদ্ধা করতেন। ‘স্যার’ বলে সম্বোধন করতে শেষদিন পর্যন্ত, জানান কমল। দক্ষিণে অনেক ছবিতেই তাঁরা কাজ করেন। কমল হাসানের মতে, তাঁদের মধ্যে ছিল খাঁটি বন্ধুত্ব।