চুপিসারে পাকিস্তানের শিল্পীদের সঙ্গে কাজ? কার ছবি মুক্তি পাচ্ছে না ভারতে
তবে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, তাহলে কি ছবিটি পাকিস্তানে মুক্তি পাবে? সিয়াসত.কম-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে ছবিটি মুক্তির অনুমতি পেয়েছে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি।

পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের নতুন ছবি ‘সরদার জি ৩’ নিয়ে দর্শকদের মধ্যে প্রথম থেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। আর সেই ছবিই এবার মুক্তির আগেই সৃষ্টি করল তীব্র বিতর্ক। ছবিটির ট্রেলার প্রকাশের পরই জানা গিয়েছে, এতে অভিনয় করছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সহ আরও তিনজন, তাঁরা প্রত্যেকেই পাকিস্তানের শিল্পী। এই কারণেই ভারতের বুকে শর্ত মেনে সিনেমাটি মুক্তি পাচ্ছে না।
প্রথম টিজারে অভিনেত্রী নীরু বাজওয়ার সঙ্গে দিলজিৎ দোসাঞ্জকে দেখা গেলেও, হানিয়া আমিরের নাম বা ছবি প্রকাশ করা হয়নি। পরে দিলজিৎ একটি ছবি শেয়ার করলে নেটিজেনরা দাবি করেন, ছবিতে হানিয়াও রয়েছেন। যদিও দিলজিৎ তখন বিষয়টি এড়িয়ে যান, কিন্তু ট্রেলার প্রকাশের পর হানিয়ার উপস্থিতি স্পষ্ট হয়ে যায় সকলের কাছে। এছাড়াও ছবিতে পাকিস্তানি অভিনেতা স্যার চিন্যোটি, ড্যানিয়েল খাওয়ার এবং সেলিম আলবেলাও রয়েছেন।
এই খবর সামনে আসতেই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE) কড়া আপত্তি জানায়। তাদের দাবি, পাকিস্তানি শিল্পীদের ছবি ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী, তাই সিনেমাটিকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) যেন মুক্তির অনুমোদন না দেয়। এই পরিস্থিতিতে ছবির নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন, ভারতে নয়, কেবলমাত্র বিদেশেই ছবিটি রিলিজ করা হবে।
তবে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, তাহলে কি ছবিটি পাকিস্তানে মুক্তি পাবে? সিয়াসত.কম-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে ছবিটি মুক্তির অনুমতি পেয়েছে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি।
