AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টলিপাড়ায় নায়িকার মাত্রাতিরিক্ত নেশা নিয়ে চর্চা, আর কী উঠে এলো?

টলিপাড়ায় নায়িকাদের জীবন মোটেই সহজ নয়। কিছু নায়িকা অবশ্য় কিছুটা লড়াইয়ের পর পায়ের তলার মাটি শক্ত করে ফেলেন। ব্যক্তিগত জীবনে সব কিছুই মোটামুটি চাহিদা মতো হওয়ার কারণে, তাঁদের বিশেষ সমস্যার মধ্যে পড়তে হয় না। তবে কিছু নায়িকার উত্থান নজরকাড়া হলেও, তারপর ইন্ডাস্ট্রির মধ্যেই আলোচনা শুরু হয়ে যায় যে, বেশ কঠিন সময়ের মধ্যে দিতে হাঁটতে হচ্ছে কোনও নায়িকাকে।

টলিপাড়ায় নায়িকার মাত্রাতিরিক্ত নেশা নিয়ে চর্চা, আর কী উঠে এলো?
| Edited By: | Updated on: Nov 17, 2025 | 4:42 PM
Share

টলিপাড়ায় নায়িকাদের জীবন মোটেই সহজ নয়। কিছু নায়িকা অবশ্য় কিছুটা লড়াইয়ের পর পায়ের তলার মাটি শক্ত করে ফেলেন। ব্যক্তিগত জীবনে সব কিছুই মোটামুটি চাহিদা মতো হওয়ার কারণে, তাঁদের বিশেষ সমস্যার মধ্যে পড়তে হয় না। তবে কিছু নায়িকার উত্থান নজরকাড়া হলেও, তারপর ইন্ডাস্ট্রির মধ্যেই আলোচনা শুরু হয়ে যায় যে, বেশ কঠিন সময়ের মধ্যে দিতে হাঁটতে হচ্ছে কোনও নায়িকাকে।

টলিপাড়ার এক প্রথম সারির অভিনেত্রীর ক্ষেত্রে এই মুহূর্তে চর্চা সেরকম। তাঁর অভিনয়ের পরিধি বড়। তবে ইদানীং জীবনযাপনে কিছুটা লাগামছাড়া ভাব দেখা যাচ্ছে। টলিপাড়ায় দু’ ধরনের পার্টি হয়। একটা ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবের মধ্যে পার্টি। অন্যটা কোনও ইভেন্টের শেষে পার্টি। দু’ টো ইভেন্টের শেষে পার্টিতে নায়িকা ছিলেন প্রায় মধ্যরাত পর্যন্ত। নেশার মাত্রা কিছুটা বেশি হয়েছিল বলে টলিপাড়ায় চর্চা। আবার বন্ধুদের বাড়ি পার্টিতেও তাঁর নেশার মাত্রা বেশি হয়েছে বলেই খবর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির কথায়, ”ব্যক্তিগত জীবনে টানাপোড়নের পর অনেক সময় টলিপাড়ার নায়ক বা নায়িকাদের এমন জীবনযাপন দেখেছি আমরা। নায়িকার বরের সঙ্গে সমীকরণে কিছু সমস্যা রয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও এ ব্যাপারে কোনও কিছু এখনও প্রকাশ্যে আসেনি।  তবে জটিলতা বাড়ছে। সেই কারণে নেশার মাত্রা বাড়ছে নায়িকার, এমনও হতে পারে।” লক্ষণীয় টলিপাড়ায় প্রথম সারির কয়েকজন নায়িকা বিবাহবিচ্ছেদ বা ব্রেকআপের মধ্যে দিয়ে গিয়েছেন। অনেকে প্রেম ভাঙার পর জীবনসঙ্গী খুঁজে পাননি এখনও পর্যন্ত। ছবির দুনিয়ায় অনেক বিয়ে থাকে, যেখানে প্রেম থাকে না। একটা প্রতিষ্ঠানের মধ্যে আবদ্ধ হয়ে থাকেন দু’ জন মানুষ। এক্ষেত্রে সেরকম কিছু ঘটবে কিনা, সেটা সময় বলবে।

এই অভিনেত্রী এখন বেশ বেছে কাজ করছেন। আগামী দিনে কি কাজের পরিমাণ আরও কমিয়ে দেবেন তিনি? তা নিয়ে চর্চা শুরু হয়েছে। অনেকে আবার মনে করছেন, এসব চর্চা সাময়িক। পুরোনো ফর্মে ফিরতে নায়িকা বেশি সময় নেবেন না।