দোকানে গিয়ে যদি দেখেন প্রিয় নায়িকাই বসে আছেন কাউন্টারে তাহলে কেমন হবে? আদপে তা হওয়া বেশ কঠিন ব্যাপার। কিন্তু জানেন কি অভিনয় জীবনে প্রবেশের আগে ছোট বাচ্চাদের জামাকাপড় বিক্রি করতেন কাজল? শুনে অবাক লাগছে কি? কিন্তু এমনটাই ঘটেছিল। তখন নায়িকার কেরিয়ার সবে শুরু হয়েছে।
বাচ্চাদের একটি দোকানে সেলস গার্ল নেওয়ার বিজ্ঞাপন দেখে কাজল সিদ্ধান্ত নেন, হাত খরচের জন্য সেই কাজটিই তিনি করবেন। দোকানে গিয়ে সোজা মালকিনকে প্রশ্ন করেন, “আমাকে কাজ দেবেন?” কাজলকে একনজরে দেখেই সন্দেহ হয়েছিল দোকানের মালকিনের। প্রশ্ন করেছিলেন, “আপনি কি কাজ করতে পারবেন?” কাজল মাথা নেড়ে মালকিনকে আশ্বস্ত করেন।
প্রথম দিন কাজে গিয়ে নায়িকা দেখেন, দোকানের চারপাশে ঝুলছে শুধুই ছোট ছোট বাচ্চাদের জামা। সব জামার দিকে একবার তাকিয়ে এক জায়গায় বসে পড়েন তিনি। কিছুক্ষণ পর উপলব্ধি করেন, তাঁর একটি পা নাচছে এবং গভীর নিঃশ্বাস নেন। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কিন্তু দোকানে একটিও ক্রেতা এল না। এক জায়গায় চুপচাপ বসে থাকতে থাকতে কাজল অস্বস্তি অনুভব করতে শুরু করেন।
তিনি বলেছিলেন, “আমার মনে হয়েছিল, এটা যেন এক ধরনের শাস্তি। ছোটবেলায় আমি যখন দুষ্টুমি করতাম, মা তখন এক জায়গায় চুপচাপ বসিয়ে রাখতেন। ঠিক সেরকমই লাগছিল। ব্যাপারটা খুবই অসহ্য ছিল।” শেষ পর্যন্ত, কাজল বুঝে যান, তাঁর মতো ছটফটে মেয়ের পক্ষে এমন এক চাকরি করা একদম সম্ভব নয়।