পকেট খালি, বাড়ি ফেরার জন্য রাস্তায় কী করতে হত সোনামকে?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 12, 2025 | 7:37 PM

কী কাণ্ড! তারকা সন্তান হয়েও সোনম কাপুর নাকি একসময় সাধারণের থেকে কাছে লিফট চাইতেন। যদিও তিনি এখন সকলের কাছে ফ্যাশন আইকন। অনিল কাপুরের মেয়ে হয়েও সোনম কাপুরের প্রথম রোজগারের অঙ্ক শুনলে রীতিমতো চমকে যাবেন।

পকেট খালি, বাড়ি ফেরার জন্য রাস্তায় কী করতে হত সোনামকে?

Follow Us

কী কাণ্ড! তারকা সন্তান হয়েও সোনম কাপুর নাকি একসময় সাধারণের থেকে কাছে লিফট চাইতেন। যদিও তিনি এখন সকলের কাছে ফ্যাশন আইকন। অনিল কাপুরের মেয়ে হয়েও সোনম কাপুরের প্রথম রোজগারের অঙ্ক শুনলে রীতিমতো চমকে যাবেন। খুবই কম টাকা দিয়ে রোজগার শুরু তাঁর। প্রথম কাজ থেকে মাত্র সাড়ে তিন হাজার টাকা পেয়েছিলেন অভিনেত্রী। যাঁরা প্রথম রোজগারের টাকার অঙ্ক বলতে লজ্জা পান, তাঁদের জন্য সোনম কাপুরের এই গল্প একটি শিক্ষা হতে পারে।

অনিল কাপুরের মতো জনপ্রিয় তারকার কন্যা হয়েও সোনমের প্রথম কাজ ছিল একেবারে মৌলিক। পরিচালক সঞ্জয় লীলা ভানসালীরপ্রোডাকশনে কাজ করতে শুরু করেন সোনম। সে সময় তাঁর কোনও অভিজ্ঞতা ছিল না। তবে ভানসালী তাঁকে কাজ শেখার সুযোগ দেন এবং প্রথম কাজের জন্য সোনমকে মাত্র সাড়ে তিন হাজার টাকা টিপস হিসেবে দেন। তাঁর বাবা অনিল কাপুরও চাইতেন, মেয়ে হাতে-কলমে কাজ শিখুক এবং অভিজ্ঞতা অর্জন করুক। যদিও যা টাকা পেতেন তাতে কিছুই হত না। কয়েক দিনেই শেষ হয়ে যেত। আর বাবা যা হাতখরচ দিতেন তাও খুবই অল্প। আবার বাবা বাড়ির গাড়িও দিতেন না। তাই বাড়ি ফেরার সময় সবার থেকে লিফট চাইতেন অভিনেত্রী।

উল্লেখ্য, পরবর্তীকালে ‘সাওয়ারিয়া’ ছবিতে নায়িকার চরিত্রে সোনমকে কাস্ট করেছিলেন ভানসালী। সেটাই ছিল অভিনেত্রীর ব্রেক। বিপরীতে ছিলেন রণবীর কাপুর। সেটি রণবীরেরও প্রথম ছবি। ভানসালী বলেছিলেন, “সোনমের মুখে কোনও খুঁত নেই। প্রত্যেক অ্যাঙ্গেল থেকেই ওর মুখশ্রী পারফেক্ট!”

Next Article