বাংলাদেশের সঙ্গে গভীর যোগ অনন্যা পাণ্ডের! ওপার বাংলাই বদলে দিয়েছিল চাঙ্কির ভাগ্য?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 13, 2024 | 12:35 PM

Ananya Pandey: খুব কম সময়ই বলিপাড়ায় নিজের জমি শক্ত করেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে বলে সবাই চিনলেও। নায়িকার কেরিয়ারগ্রাফ তাঁর বাবার থেকে সম্পূর্ণ আলাদা। মুম্বইয়েই তাঁর জন্ম, বেড়ে ওঠা। কিন্তু জানেন কি বাংলাদেশের সঙ্গে গভীর যোগ রয়েছে। একবার একটি টক শোয়ের মঞ্চে এসে সে কথাই বলেন চাঙ্কি।

বাংলাদেশের সঙ্গে গভীর যোগ অনন্যা পাণ্ডের! ওপার বাংলাই বদলে দিয়েছিল চাঙ্কির ভাগ্য?

Follow Us

খুব কম সময়ই বলিপাড়ায় নিজের জমি শক্ত করেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে বলে সবাই চিনলেও। নায়িকার কেরিয়ারগ্রাফ তাঁর বাবার থেকে সম্পূর্ণ আলাদা। মুম্বইয়েই তাঁর জন্ম, বেড়ে ওঠা। কিন্তু জানেন কি বাংলাদেশের সঙ্গে গভীর যোগ রয়েছে। একবার একটি টক শোয়ের মঞ্চে এসে সে কথাই বলেন চাঙ্কি।

তিনি জানিয়েছিলেন, বলিউডে সাফল্য না পেয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশে চলে যাবেন। চাঙ্কির এক বন্ধুই তাঁকে সেখানকার ছবির জগতে নিয়ে যান। চাঙ্কি বলেন, “সেই সময় আমার খুব টাকার দরকার ছিল। ফলে বাংলাদেশের ছবির অফার গ্রহণ করেছিলাম। বিষয়টা আমার কাছে জুয়া খেলার মতো ছিল। কিন্তু সেখানে কাজ করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলাম।”তিনি আরও বলেন, “প্রথম ছবিটাই এত সফল হয় যে, আর পিছন ফিরে তাকাতে হয়নি। বাংলাদেশে টানা পাঁচ বছর চুটিয়ে কাজ করেছিলাম আমি। ১৯৯৮ সালে বিয়ে করি। আমাদের হানিমুন হয়েছিল বাংলাদেশেই। ভাবনা তারপরেই সন্তান সম্ভবা হয়। জন্ম হয় আমাদের একমাত্র কন্যা অনন্যার।”

উল্লেখ্য, অনন্যার ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। তিনি কার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন? কার সঙ্গে ঘুরতে যাচ্ছেন? এই সব নিয়েই আলোচনা চলে সারাক্ষণ। একবার মেয়ের এই ব্যক্তিগত জীবন প্রসঙ্গে মন্তব্যও করেছিলেন চাঙ্কি। যা নিয়ে বিপুল আলোচনাও হয়েছিল। তবে বলা যেতে পারে এই মেয়ে-বাবার জুটি দর্শক মনে গত কয়েক বছরে অনেকটাই প্রভাব ফেলেছে।

Next Article
দেবকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন তরুণী! মঞ্চে উঠে যা কাণ্ড ঘটালেন…
মা-বাবার ডিভোর্স,পাড়ার মোড়ে সবজি বিক্রি করতেন নায়ক! ‘আনন্দী’র নায়কের জীবন যেন ছবির চিত্রনাট্য