গৃহবধূ থেকে ইউটিউবার! ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়ার মাসিক আয় কত?
Probashe Ghorkonna: মেদিনিপুরে তাঁর বড় হওয়া। বিয়ে হয়েছে হালিশহরে। স্বামীর কর্মসূত্রে থাকেন ক্যালিফোর্নিয়ায়। সেই সূত্রে তিনিও এখন আমেরিকাবাসী। তিনি হলেন ইউটিউবার মহুয়া গঙ্গোপাধ্যায়। 'প্রবাসে ঘরকন্না'র মহুয়া নামেই তাঁর পরিচয় চারিদিকে। নেটপাড়ায় ভাইরাল তাঁর রোজনামচার ভিডিয়ো।
মেদিনিপুরে তাঁর বড় হওয়া। বিয়ে হয়েছে হালিশহরে। স্বামীর কর্মসূত্রে থাকেন ক্যালিফোর্নিয়ায়। সেই সূত্রে তিনিও এখন আমেরিকাবাসী। তিনি হলেন ইউটিউবার মহুয়া গঙ্গোপাধ্যায়। ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়া নামেই তাঁর পরিচয় চারিদিকে। নেটপাড়ায় ভাইরাল তাঁর রোজনামচার ভিডিয়ো। প্রতিটা ভিডিয়োই শুরু হয় ‘নমস্কার কেমন আছেন সবাই’ এই লাইন দিয়ে। যা বর্তমানে তাঁর দর্শকের কানে গেঁথে গিয়েছে। তিনি বিদেশের কোথায় ঘুরছেন। তাঁর রান্নাঘরে কী ধরনের ছুরি ব্যবহৃত হয়। ছেলে-মেয়েরা কী করে সবটাই এখন সকলের জানা। আর সেই সঙ্গে ভিউও তেমন। বিদেশের জীবনযাত্রা নিয়ে এমনিতেই দর্শকের মনে কৌতূহলের শেষ নেই। তাই মহুয়ার তৈরি ভিডিয়ো আরও বেশি আগ্রহ তৈরি করে সকলের মনে।
সে দেশে বাচ্চাদের পড়াশোনা করানোর কী নিয়ম! কানে ফুটো করতে গেলে কী করতে হয়? বিদেশের এমন টুকিটাকি নানা বিষয় দর্শকের সামনে তুলে ধরেন। তাই তাঁর প্রতিটি ভিডিয়োয় ভিউও হয় ততধিক। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার প্রায় ১০ লক্ষ ছুঁই ছুঁই। অনেকের মনেই আগ্রহ তাহলে ‘প্রবাসে ঘরকন্না’ থেকে মাসে কত রোজগার করেন মহুয়া? না সেই উত্তর পাওয়া কঠিন। এমনিতেই ইউটিউবের পেমেন্ট নির্ভর করে ভিউ এবং কত সাবস্ক্রাইবারের উপর। আশা করা যায় মাস গেলে নয় নয় করে লক্ষে কাছে রোজগার তাঁর। একটি রিপোর্ট বলছে নতুন বছরে প্রথম দু’সপ্তাহে মহুয়া পেয়েছে প্রায় ৮০০০ সাবস্ক্রাইবার। ফলে ভিউও বেড়েছে। অঙ্ক বলছে এই ভিউ থেকে তিনি ৪১১ ডলার থেকে প্রায় ৯ হাজার ৩০০ ডলার পর্যন্ত রোজগার করতে পারেন। যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে ৩৫ হাজার ৬২১ টাকা থেকে ৮ লক্ষ ৬হাজার ২৪ টাকা পর্যন্ত। যদিও নিশ্চিত করে কোনও অঙ্ক বলা কঠিন।
হিসাব বলছে এক জন ইউটিউবারের মাসিক রোজগার গড়ে ২৫০০০ টাকা হতে পারে। উঠতি ইউটিউবার যাঁর সাবস্ক্রাইবার সবে ১ লক্ষের গণ্ডি পার করেছে সে রোজগার করতে পারে মাসে ১৫০০০-৩০০০০ টাকা। যাদের সাবস্ক্রাইবার ৫লক্ষ পার করেছে তাদের রোজগার হতে পারে ৫০০০০-১০০০০০ টাকা। আর যাঁদের সাবস্ক্রাইবার ১০ লক্ষ ছাড়িয়েছে তাঁরা মাসে গড়ে ২ থেকে ৫ লক্ষ টাকাও রোজগার করতে পারে।