কার্ড ছাপা হয়ে যাওয়ার পরে ভাঙে সলমনের বিয়ে, পাত্রী কি ছিলেন ঐশ্বর্য?
Salman Khan: সলমনের জীবনে যে একাধিক প্রেম এসেছে এ কথা সকলের জানা। অভিনেত্রী সঙ্গীতা বিজলানী, ঐশ্বর্য রাই থেকে ক্যাটরিনা কাইফ। বলিপাড়ার প্রথম সারির নায়িকাদের সঙ্গে ভাইজানের সম্পর্কের কথা কারও অজানা নয়। তবে এত কিছুর পরে এখনও অবিবাহিত সলমন।
সলমনের জীবনে যে একাধিক প্রেম এসেছে এ কথা সকলের জানা। অভিনেত্রী সঙ্গীতা বিজলানী, ঐশ্বর্য রাই থেকে ক্যাটরিনা কাইফ। বলিপাড়ার প্রথম সারির নায়িকাদের সঙ্গে ভাইজানের সম্পর্কের কথা কারও অজানা নয়। তবে এত কিছুর পরে এখনও অবিবাহিত সলমন। একাধিক নারী প্রেমের আলোচনা প্রকাশ্যে এলেও তাঁর কোনও সম্পর্কই পরিণতি পায়নি। কিন্তু জানেন কি একবার বিয়ের তারিখ ঠিকও হয়ে গিয়েছিল নায়কের।
শুধু তাই নয় বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু তার পরেও ভেঙে যায় সেই বিয়ে। এই ঘটনা শোনার পর থেকে অনেকেই ভেবে বসেছিলেন হয়তো রাই সুন্দরীর সঙ্গেই বিয়ের তারিখ পাকা করেছিলেন ভাইজান। সম্প্রতি শোনা গিয়েছিল সকলের চোখের আড়ালে গোপনে তাঁরা নাকি বিয়েও সেরেছিলেন। তবে ঐশ্বর্য জানিয়েছিলেন এই সব খবরই ভুয়ো। সবটাই রটনা। যদি তাঁরা সত্যিই বিয়ে করতেন তাহলে কেউ জানতে পারতেন এমনটা হত না।
তাহলে প্রশ্ন হল কোন নায়িকার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও সবটা ভেস্তে যায় ভাইজানের? এক বার কফি উইথ করণের সাক্ষাত্কারে এসে সেই গোপন তথ্যই ফাঁস করেন অভিনেতা। সলমন বলেছিলেন, “সঙ্গীতার সঙ্গে আমার বিয়ের দিনক্ষণ সবটাই পাকা হয়ে গিয়েছিল। এমনকি কার্ডও ছাপতে দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু সেই বিয়েটা বাস্তবায়িত হয়নি। ” শোনা যায়, সঙ্গীতার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সলমন। তাই বিয়ে ভেঙে যায়। উল্লেখ্য, অভিনেতা আর বিয়ে করতে চান না। সম্প্রতি এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন তাঁর বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে। আপাতত তিনি একা থেকেই খুশি।