বাঙালি মেয়ের প্রেমে হাবুডুবু নাগার্জুন, জানেন নায়কের স্ত্রীর আসল পরিচয়?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 14, 2025 | 8:45 PM

এত দিন শুধু অমিতাভ বচ্চনকেই বলা হত কলকাতার জামাই। কিন্তু জানেন কি আরও এক সুপারস্টর আছেন। তাঁকেও বাংলার জামাই বলা যেতেই পারে। তিনি হলেন দক্ষিণী তারকা নাগার্জুন। তাঁকে চেনে না খুব কম মানুষই আছে। জগত্‍ জোড়া নাম তাঁর।

বাঙালি মেয়ের প্রেমে হাবুডুবু নাগার্জুন, জানেন নায়কের স্ত্রীর আসল পরিচয়?

Follow Us

এত দিন শুধু অমিতাভ বচ্চনকেই বলা হত কলকাতার জামাই। কিন্তু জানেন কি আরও এক সুপারস্টর আছেন। তাঁকেও বাংলার জামাই বলা যেতেই পারে। তিনি হলেন দক্ষিণী তারকা নাগার্জুন। তাঁকে চেনে না খুব কম মানুষই আছে। জগত্‍ জোড়া নাম তাঁর। জানেন কি নাগার্জুনের রয়েছে ‘বং কানেকশন’। নায়কের স্ত্রী আদ্যোপান্ত বাঙালি। নাম অমলা মুখোপাধ্যায়। নাগার্জুনের দ্বিতীয় স্ত্রী তিনি। অভিনেতা নাগা চৈতন্যকে তিনি গর্ভে ধারণ করেননি ঠিকই। কিন্তু মায়ের স্নেহ ভালবাসা দিয়েই তাঁকে বড় করেছেন। কে এই অমলা?

১৯৬৭ সালের ১২ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন অমলা। তাঁর বাবা ছিলেন নৌবাহিনীর অফিসার। মা ছিলেন আয়ারল্যান্ডের মানুষ। জন্মের পর বেশ কিছু বছর কলকাতায় বড় হয়ে উঠলেও কিছু বছর পর চেন্নাই চলে যায় তাঁর পরিবার। চেন্নাইয়ে কলাক্ষেত্র থেকে ভরতনাট্যম নিয়ে পড়াশোনা করেন তিনি। ইংরেজি, তামিল, তেলুগু ভাষায় তাঁর দক্ষতা নজরকাড়া। তবে বাংলা বুঝতে পারেন ভালভাবেই। অমলার সঙ্গে কী ভাবে প্রেম হয় দক্ষিণী তারকা নাগার্জুনের? সালটা ১৯৮৪। লক্ষ্মী ডজ্ঞুবতীর সঙ্গে বিয়ে হয়েছিল নাগার্জুনের। লক্ষ্মী ছিলেন চিত্র প্রযোজক রামানাইডুর মেয়ে। সম্বন্ধ করেই বিয়ে হয় তাঁদের। তবে সন্তান নাগা চৈতন্যের জন্মের পরেই তাঁদের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। ১৯৯০ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। নাগা চৈতন্য কিন্তু মা নয়, তাঁর বাবার কাছেই থাকা শুরু করেন। এমতাবস্থায় নাগার্জুনের আলাপ হয় অমলার সঙ্গে। সিনেমা করতে গিয়েই আলাপ। দেখামাত্রই পড়েন প্রেম। দু’বছর পর ১৯৯২ সালে বিয়ে করেন অমলাকে। ১৯৯৪ সালে আসে তাঁদের সন্তান অখিল আক্কিনেনি।

দক্ষিণী পাড়ার রটনা জন্মদাত্রী মায়ের সঙ্গে সম্পর্ক রাখেন না নাগা চৈতন্য। যদিও অতীতে সাক্ষাৎকারে নাগা জানিয়েছে এ নেহাতই রটনা। সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি ফের বিয়ে করেছেন নাগা চৈতন্য। তাঁর স্ত্রীর নাম শোভিতা ধুলিপালা। তিনিও দক্ষিণের অভিনেত্রী। নাগার বিয়েতে তাঁর দুই মা-ই ছিলেন হাজির। ধুমধাম করেই হয়েছে সেই অনুষ্ঠান।

Next Article