‘আমি আর যে ক’ দিন বাঁচব…’, দোলন কী জানালেন ফেসবুক পোস্টে
ছোটপর্দায় বহুদিন অভিনয় করেছেন দীপঙ্কর। তবে এখন আর ছোটপর্দায় দেখা যায় না তাঁকে। অভিনয় করা যে একেবারে ছেড়ে দিয়েছেন তা নয়। ছবি বা ওয়েব সিরিজে কাজ করছেন। বাংলা ছবির প্রিমিয়ারে মাঝে-মাঝে পৌঁছে যান দোলনের হাত ধরে।

দীপঙ্কর দে-র জন্মদিনে ভারি সুন্দর পোস্ট করলেন দোলন রায়। তিনি লিখেছেন, ”শুভ জন্মদিন টিটো। আমি আর যে ক’ দিন বাঁচব, তোমার প্রতিটা জন্মদিন আমি যেন তোমার পাশে, তোমার নিঃশ্বাসে বাঁচি এভাবে। ঈশ্বরের কাছে এটুকুই চাওয়া। আর কিছু না। লাভ ইউ।” বর্ষীয়ান অভিনেতা দীপঙ্করের জন্মদিনে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। দোলনের এমন পোস্ট দেখে তাঁদের প্রেমপর্বের প্রসঙ্গ উত্থান করেছেন অনেকে।
টলিপাড়ায় বর-বউয়ের মধ্যে বয়সের অনেকটা ফারাক, এমন বিয়ের সংখ্যা কম নয়। দীপঙ্কর আর দোলনের বিয়েটাও সেরকম। দীপঙ্কর বিবাহিত ছিলেন। এরপর দোলন তাঁর জীবনে আসেন। দু’ জনের মধ্যে প্রেমপর্ব চলে বহু বছর। তবে প্রথমেই বিয়ে করার সিদ্ধান্ত নেননি তাঁরা। কিছু বছর আগে অবশ্য দীপঙ্কর-দোলন ঠিক করেন, তাঁরা সাতপাকে বাঁধা পড়বেন। সেইমতো পরিবারের কিছু মানুষ আর কাছের বন্ধুদের নিয়ে তাঁরা বিয়ের অনুষ্ঠান করেন। বিয়ের পর থেকে দারুণ করে সংসার করছেন তাঁরা।
বর্ষীয়ান অভিনেতার শরীরের ব্যাপারে সব সময়ে খেয়াল রাখেন দোলন। তাঁদের বিয়ের পরপরই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল দীপঙ্কর দে-কে। তারপর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এমনিতে ছোটপর্দায় বহুদিন অভিনয় করেছেন দীপঙ্কর। তবে এখন আর ছোটপর্দায় দেখা যায় না তাঁকে। অভিনয় করা যে একেবারে ছেড়ে দিয়েছেন তা নয়। ছবি বা ওয়েব সিরিজে কাজ করছেন। বাংলা ছবির প্রিমিয়ারে মাঝে-মাঝে পৌঁছে যান দোলনের হাত ধরে। জন্মদিনে যেভাবে দোলন তাঁর ভালোবাসার কথা সোশ্যাল মিডিয়াতে জানালেন, তাতে টলিপাড়ার অনেকের মন গলে গিয়েছে।





