‘ও তো ঘুমের ঘোরেও…’, রুক্মিণীর গোপন অভ্যাস নিয়ে বেফাঁস দেব!

Dev-Rukmini: জানুয়ারির শেষ সপ্তাহে মুক্তি পেতে চলেছে রুক্মিণী মৈত্র অভিনীত ছবি 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান'। পরিচালক রামকমল মুখোপাধ্যায়। মুখ্য় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। চুটিয়ে ছবির প্রচার চালাচ্ছেন নায়িকা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবি ট্রেলার।

'ও তো ঘুমের ঘোরেও...', রুক্মিণীর গোপন অভ্যাস নিয়ে বেফাঁস দেব!
Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2025 | 12:17 PM

জানুয়ারির শেষ সপ্তাহে মুক্তি পেতে চলেছে রুক্মিণী মৈত্র অভিনীত ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। পরিচালক রামকমল মুখোপাধ্যায়। মুখ্য় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। চুটিয়ে ছবির প্রচার চালাচ্ছেন নায়িকা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবি ট্রেলার। এই ছবির আর এক স্তম্ভ হলেন দেব। এই ছবির প্রযোজকও তিনি।

তাই নায়কও ছবির প্রচার নিয়ে বেশ ব্যস্ত। তাই তো ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সেজেগুজে হাজির হয়েছিলেন অভিনেতা। তবে ট্রেলার প্রকাশ্য়ে আসার পর এ দিন আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা। প্রিয় অভিনেত্রী, কাছের বন্ধুকে সামলাতে এগিয়ে যান দেব। ইতিমধ্যেই সেই মুহূর্ত ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেই সঙ্গে অভিনেতার আরও এক মজার মুহূর্ত ছড়িয়ে পড়েছে। দেবের কথা শুনে তো রুক্মিণীর মাথায় হাত। আর বাকিরা নিজেদের হাসি নিয়ন্ত্রণে রাখতে পারেননি।

কী এমন বলেছেন দেব? সে দিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে মজার ছলে নায়ক ফাঁস করে দেন নায়িকার এক গোপন অভ্যাস। রাতে ঘুমোতে ঘুমোতে কী করেন রুক্মিণী? দেব হাসতে হাসতে বলেন, “রুক্মিণী তো ঘুমের ঘোরেও…” কিছুটা বলেই নায়কের নিষ্পাপ হাসি। বুঝতে পেরেছেন বেফাঁস কিছু বলে ফেলেছেন। তবে সঙ্গে সঙ্গে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করলেন অভিনেতা। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির নতুন গান ‘কানহা’। যেখানে রুক্মিণীকে অন্য ভাবে দেখেছেন । নিজেকে উজাড় করে দিয়েছেন নায়িকা।

তাই তো কথা বলতে বলতে দেব বলেন,”ওই যে কানহা গানটা রিলিজ করেছে না, রুক্মিণী তো ঘুমের ঘোরেও নাচের মুদ্রা প্র্যাকটিস করত।” ঘুমের ঘোর দেব জানেন? জিভ কেটে সঙ্গে সঙ্গে বললেন, “এই আমি দেখিনি, ওর মা দেখেছে মা-ই বলছিল।” দেবের কাণ্ড দেখে লাজে রাঙা হলেন নায়িকা। উল্লেখ্য, মধু মাহাতো তো এখনও দর্শক মনে গেঁথে, এবার বিনোদিনী রূপে রুক্মিণী কতটা দর্শকের মনে জায়গা করে পারে? সেই উত্তর পাওয়া যাবে ২৩ জানুয়ারি।